সোমবার, ০৭ নভেম্বর, ২০১৬, ০১:১৮:৩১

বাংলাদেশী লেখকের গান চুরি করে নিজের নামে প্রচার করছে ভারতীয় নাগরিক

 বাংলাদেশী লেখকের গান চুরি করে নিজের নামে প্রচার করছে ভারতীয় নাগরিক

বিনোদন ডেস্ক: কলকাতার নির্মাতার সিনেমায় বাংলাদেশের প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের গান অন্যের নামে চালিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, ১৯৮৪ সালে বাংলাদেশী সিনেমা ‘নয়নের আলো’র সব গানের কথা লেখার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

এই সিনেমার 'আমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে', 'আমার সারা দেহ খেও গো মাটি', 'আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান', 'আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকব', 'এই আছি এই নাই, ওরে এই আছি এই নাই'- এ গানগুলো ব্যাপিক শ্রোতাপ্রিয় হয়ে উঠে।

সিনেমাটির পরিচালক ছিলেন প্রয়াত বেলাল আহমেদ। আর এতে অভিনয় করেন জাফর ইকবাল, সুবর্ণা মোস্তাফা ও কাজরী।

ব্যবসা সফল এ ছবিটি ১৯৯৮ সালে কলকাতায় রিমেক করেন পরিচালক স্বপন সাহা। ‘নয়নের আলো’ নামের ওই রিমেকে অভিনয় করেন তাপস পাল, ইন্দ্রানী হালদার, প্রসেনজিৎ, শ্রীলেখা মিত্র।

এতে ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘আমি তোমার দুটি চোখের দুটি তারা হয়ে থাকব’ গান তিনটি ব্যবহার হয়। কিন্তু সুরকার ও গীতিকারের নামের জায়গায় ব্যবহার করা হয়েছে অন্যের নাম।

বিষয়টি নিয়ে ৪ নভেম্বর ফেসবুকে বিস্ময় আর হতাশা প্রকাশ করে এক স্ট্যাটাসে আহমেদ ইমতিয়াজ বুলবুল লিখেছেন, ‘অবাক করা বিষয় এই, ছবিটিতে সুরকারের নাম অশোক ভদ্র এবং কথা সুভাষ ভদ্র ও সমীর ঘোষ উল্লেখ করা হয়েছে। এ কেমন কথা! এ-ও কি হয়! আবার এক জায়গায় লেখা আছে, গানের কথা প্রচলিত।’

কলকাতার পরিচালকের এমন হঠকারিতায় বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের শিল্পীরাও নিন্দা জানিয়েছেন। এ প্রসঙ্গে গুণী শিল্পী ফেরদৌসী রহমান বলেন, ‘অবাক কাণ্ড। কিছু একটা করা দরকার। এ তো দিন দুপুরে ডাকাতির মতো বিষয়!’

এ ছাড়াও আহমেদ ইমতিয়াজ বুলবুলের স্ট্যাটাসে কমেন্ট করে প্রতিবাদ জানিয়েছেন গীতিকার কবির বকুল, কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, রিজভী ওয়াহিদ, নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পী সাব্বির জামান, নাট্যকর্মী রুমা মোদকসহ আরও অনেকে। প্রতিবাদ জানানোর পাশাপাশি তারা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে আইনি পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান।-যুগান্তর 
৭ নভেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে