শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৬:১৮:০৫

সালমানের জন্য যশ রাজ ফিল্মস থেকে বাদ শাহরুখ?

সালমানের জন্য যশ রাজ ফিল্মস থেকে বাদ শাহরুখ?

স্পোর্টস ডেস্ক : যশ রাজ ফিল্মস-এর সাথে শাহরুখ খানের সম্পর্ক কি আর একদমই ভাল নেই? কোনও ভাবে কি এর জন্য দায়ী যশ রাজ ফিল্মসের সাথে সালোন খানের সৌহার্দ্য? নইলে, এত দিন পরে নতুন ছবির কাজে হাত দিলেন আদিত্য চোপড়া, আর সেই ছবি থেকে বাদ গেলেন শাহরুখ খান?

এমনটা কিন্তু এর আগে হয়নি। অন্তত, আদিত্য চোপড়ার ছবির ক্ষেত্রে তো নয়ই! সেই ১৯৯৫ সাল থেকে ২০০৮— সাকুল্যে তিনটি ছবি পরিচালনা করেছেন আদিত্য, আর সবকটাতেই নায়ক ছিলেন শাহরুখ খান। নিজেই এক সময়ে স্বীকার করেছেন, শাহরুখ না কি তার ‘লাকি চার্ম’! শাহরুখ খান ছিলেন বলেই না কি বক্স অফিসে ঝড় তুলেছিল ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’, ‘মহব্বতেঁ’।

আগের দুটোর মতো না হলেও নয় নয় করে খারাপ ব্যবসা দেয়নি ‘রব নে বনা দি জোড়ি’! এমনকী, প্রয়াত যশ চোপড়াও তার ম্যাগনাম ওপাস শেষ ছবি ‘জব তক হ্যায় জান‘-এর নায়ক হিসেবে বেছে নিয়েছিলেন শাহরুখকেই’! তা হলে কী এমন হল যে, এ বার ভেঙে গেল সেই জোড়ি?

২০১৬-র ইদে এক সঙ্গে মুক্তি পাচ্ছে শাহরুখের ‘রইস’, আর অন্য দিকে যশ রাজ ব্যানারে সালমান খানের ‘সুলতান’! আর, আদিত্য ঠিক করেছেন, কোনও মতেই ‘সুলতান’-এর মুক্তির দিন পিছিয়ে দেবেন না! ‘রইস’ দল অনুরোধ করলেও সে ব্যাপারে কিছু ভাবতে নারাজ তিনি! আর সেই জায়গা থেকে সম্পর্ক শীতল হতে শুরু করেছে শাহরুখ-আদিত্যর।

আসলে, ২০১২ সালে সালমানের যশ রাজ ফিল্মসে ঢোকার পর থেকেই বদলে গিয়েছে অনেক কিছু। যশ রাজ ব্যানারে সালমান খানের ছবি যে তুমুল লাভের অঙ্ক তুলেছে বক্স অফিসে, তেমনটা শাহরুখের ক্ষেত্রে অনেক দিন হয়নি। ভাল ব্যবসা না হওয়ায় ‘রব নে বনা দি জোড়ি’ আর ‘জব তক হ্যায় জান’— দুটো ছবিই সমালোচিত হয়েছে! কোন প্রযোজক বার বার এমন ক্ষতির ঝুঁকি নিতে চাইবেন?

শাহরুখ নিজে অবশ্য কোনও রকম মনোমালিন্যের কথা স্বীকার করছেন না। মুখে কিছু বলছেন না আদিত্যও। যদিও আদিত্যর নতুন ছবি ‘বেফিকর’-এর নায়ক হওয়ার প্রস্তাব চলে গিয়েছে রণবীর সিংহর কাছে। রণবীর সেটা লুফেও নিয়েছেন। অন্য দিকে, আদিত্য বলছেন, শাহরুখকে এই ছবিতে অতিথি অভিনেতার ভূমিকায় দেখা গেলেও দেখা যেতে পারে! সাকুল্যে হয়তো মিনিট দুয়েক ছবিতে মুখ দেখাবেন বাদশা!

নিন্দুকরা কি তা হলে সত্যি কথাটাই বলছেন?

৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে