বিনোদন ডেস্ক : নন্দিত কথা সাহিত্যক হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন। তিনি সবসময় ঝুঁকি নিতেই পছন্দ করেন। তার মতে, এতোদিন তিনি যা যা করেছেন সবই দুঃসাহসিক।
সম্প্রতি তিনি হুমায়ূন আহমেদের লেখা ‘কৃষ্ণপক্ষ’ নিয় ছবি নির্মাণ শুরু করেছেন শাওন। নির্মাতা হিসেবে এটিই তার প্রথ ছবি নির্মাণ। এর আগে তিনি একাধীক নাটক নির্মাণ করেছেন।
শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি প্রযোজনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম। এতে অভিনয় করছেন রিয়াজ, ফেরদৌস ও মাহিয়া মাহি। ছবিটি শুটিং শুরুর আগেই মুক্তির দিনক্ষণ চুড়ান্ত করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে এটি মুক্তি দেয়া হবে।
ছবিটি শুরু ও মুক্তির তারিখ সব মিলিয়ে হাতে খুব একটা সময় নেই। এটা কিভাবে সম্ভব? এমন প্রশ্নে শাওন জানান, আমার জন্য সময়টা একেবারেই কম হয়ে গেছে। বড় একটা ঝুঁকি নিয়েছি। আমি ঝুঁকি নিতে পছন্দ করি। আজ পর্যন্ত যা যা কাজ করেছি, সবই দুঃসাহসিক। হুট করে ছবি বানানোর সিদ্ধান্তও তেমনি। আমি এরই মধ্যে সেই দুঃসাহসিক কাজ শুরু করে দিয়েছি।
০৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন