বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৯:৪৬:৪৫

নোট-সিদ্ধান্ত কি মোদীর মাস্টারস্ট্রোক? কী বলছেন বলিউড সেলেবরা?

 নোট-সিদ্ধান্ত কি মোদীর মাস্টারস্ট্রোক? কী বলছেন বলিউড সেলেবরা?

বিনোদন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া ঘোষণায় মঙ্গলবার মধ্য রাত থেকে বাজারে অচল হয়ে গিয়েছে ৫০০ এবং ১০০০ টাকার নোট। আজ, বুধবার ব্যাঙ্ক ও এটিএম বন্ধ। আগামিকালও বন্ধ থাকবে এটিএম। এরপর ব্যাঙ্ক এবং পোস্ট অফিস থেকে দেওয়া হবে নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোট। এই সিদ্ধান্তে দেশ জুড়ে মিশ্র প্রতিক্রিয়া। কী বলছে বলিউড?

রজনীকান্ত: হ্যাটস অফ নরেন্দ্র মোদীজি। নতুন ভারতের জন্ম হল।

অনুষ্কা শর্মা: এমন একটা সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। দেশের স্বার্থে প্রত্যেকের সহযোগিতা করা উচিত।

অমিতাভ বচ্চন: ‘নতুন ২০০০ টাকার নোট পিঙ্ক রঙের। পিঙ্ক এফেক্ট!’

ভূমি পেডেনকার: ব্রিলিয়ান্ট নরেন্দ্র মোদী। দুর্নীতি এ বার বন্ধ হবে। নো মোর কালা ধন অর মান।

ঋষি কপূর: মোদীজি বল আউট অফ স্টেডিয়াম।...কনগ্র্যাচুলেশন।

ফারহান আখতার: থিঙ্ক ট্যাঙ্ককে সেলাম। কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে মোদী সরকারের সুপার মুভ।

কর্ণ জোহর: এটা মাস্টারস্ট্রোক। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিয়েছেন।

অর্জুন কপূর: প্রধানমন্ত্রীর সময়জ্ঞান খুব ইন্টারেস্টিং। যদিও কালো টাকা ধ্বংস করার এর থেকে ভাল উপায় নেই। তবে আমাদের পরিকাঠামোর কথাটাও ভাবা উচিত।

মল্লিকা শেরওয়াত: শুধু কালো টাকা নয়, জঙ্গি হানার বিরুদ্ধেও এটা মোদীর ব্রিলিয়ান্ট মুভ।

রীতেশ দেশমুখ: বোল্ড মুভমেন্ট নরেন্দ্র মোদীজি।

অজয় দেবগণ: মাস্টারস্ট্রোক নরেন্দ্র মোদী।

সিদ্ধার্থ মালহোত্রা: একজন ভারতীয় হিসেবে গর্ব হচ্ছে। ধন্যবাদ নরেন্দ্র মোদী।

সুনীল শেট্টি: ৯/১১ যখনই আসে তখনই নাড়িয়ে দেয়। নিঃসন্দেহে সাহসী সিদ্ধান্ত।

বিবেক ওবেরয়: আমেরিকা কাউন্টিং ভোট, ইন্ডিয়া কাউন্টিং নোট। দুর্নীতির বিরুদ্ধে মাস্টারস্ট্রোক নরেন্দ্র মোদী।

মধুর ভান্ডারকর: এই বোল্ড সিদ্ধান্তের জন্য মোদীকে অভিনন্দন।

রাম গোপাল ভার্মা: হ্যাটস অফ নরেন্দ্র মোদী। কালো টাকার কারবার যারা করে তাদের মুখটা কেমন হবে শুধু ভাবছি।-আনন্দবাজার
৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে