শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৫:০৩:০৪

টোকিও ফেস্টিভ্যাল: বালেসতেরোস সেরা অভিনেতা, লিনি সিসিলিয়া সেরা অভিনেত্রী, হানা জুসিক সেরা পরিচালক

টোকিও ফেস্টিভ্যাল: বালেসতেরোস সেরা অভিনেতা, লিনি সিসিলিয়া সেরা অভিনেত্রী, হানা জুসিক সেরা পরিচালক

রিমন মাহফুজ, টোকিও থেকে: টানটান উত্তেজনা। উপস্থিত পরিচালক, অভিনেতা, অভিনেত্রীসহ কলাকুশলীদের চোখে উৎকণ্ঠা। মাইক্রোফোনে একটু পর ভেসে আসবে বহুপ্রতীক্ষিত সম্মানীয় নামগুলো। হ্যাঁ, ২৯তম টোকিও আন্তর্জাতিক ফিল্ম ফ্যাস্টিভ্যালের (টিফ) কথা বলছি। ৩ নভেম্বর এ পুরস্কার ঘোষণা করা হয়।

ছন্দময় পরিবেশে, আকাশচুম্বী শিল্পের ছোঁয়ালাগা হলে ঘোষণা করা হয় পুরস্কারপ্রাপ্ত ছবি ও অভিনেতা-অভিনেত্রীর নাম।
চলচ্চিত্রশিল্পে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে ঘোষণা করা হয় ‘দ্য আরিগাতো অ্যাওয়ার্ড’। বহুমুখী চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য এ পুরস্কার পান অভিনেতা সাতোশি সুমাবুকি। এ পুরস্কার উঠেছে অভিনেত্রী মিসুকি তাকাহাতার হাতেও। জাপানের চলচ্চিত্র শিল্পে ঝড়োগতিতে সাফল্য আনার উদাহরণ তৈরি করা অ্যানিমেশন ছবির জন্য পরিচালক মাকোতো শিনকাই সম্মানিত হয়েছেন এ পুরস্কারে। জাপানের বড় পর্দায় মানুষের দৃষ্টি ফিরিয়ে আনার জন্য এ পুরস্কার পায় ‘গডজিলা’ও।

পুরস্কার গ্রহণের সময় পুরস্কার পাওয়া তারকারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাতোশি সুমাবুকি বলেন, ‘ওয়াটার বয়’ ছবি নিয়ে তিনি অভিনয়ের জগতে নতুন মোড় তৈরি করেছেন। ছবির জগতে প্রবেশ করার পর থেকে কোনো ছবি আমাকে এত আনন্দ দেয়নি।
অভিনেত্রী মিসুকি তাকাহাতা বলেন, মিউজিকে দশ বছর আগে আমি ক্যারিয়ার শুরু করেছি। কখনও ভাবিনি, ছবির জন্য কখনও পুরস্কার পাব। এ পুরস্কারের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ দেন।
পরিচালক মাকাতো শিনকাই এ পুরস্কার পাওয়ায় নিজেকে সম্মানিত হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, অ্যানিমেশনের জগতে আমি নতুন তারকা হিসেবে আবির্ভূত হলাম। দশ বছর ধরে আমি অ্যানিমেশন বানাচ্ছি। তো, আমি নতুন পরিচালক নই। আমি আনন্দিত যে, শেষ পর্যন্ত আমাকে তুলে আনা হয়েছে। এ পুরস্কার আমার সব সহকারীরও।
গডজিলার পক্ষে কথা বলেন প্রযোজক আকিহিরো ইয়ামাউচি। তিনি বলেন, ৬২ বছর আগে জন্ম নিয়েছিল গডজিলা। এবং, সর্বশেষ গডজিলা ছবি হয় ১২ বছর আগে। সাফল্য পাওয়া অত সহজ ছিল না। কিন্তু আমরা বেশ ভাগ্যবান। এটি একটি অসাধারণ কাকতাল! আজকের এ দিনেই (৩ নভেম্বর) প্রথম গডজিলা ছবি মুক্তি পেয়েছিল। এবং আজই আমরা পুরস্কারটা পেলাম। আপনাদের ধন্যবাদ।
এরপর ঘোষণা করা হয় ‘জাপানিজ সিনেমা স্পøাশ বেস্ট পিকচার অ্যাওয়ার্ড’। এটি পান হিরোবুমি ওয়াতানাবে পরিচালিত ‘পুলসিডেমান’।
পরিচালক ওয়াতানাবে বলেন, প্রথম ছবি থেকে আমি টিআএফএফ-এর সঙ্গে জড়িত। এটিই আমাকে পরিচালক হতে সাহায্য করেছে।
‘দ্য বেস্ট এশিয়ান ফিউচার অ্যাওয়ার্ড দেওয়া হয় ফিলিপাইনের ছবি মিখাইল রেড পরিচালিত ‘বার্ডশট’কে। ট্রফি উঁচিয়ে রেড বলেন, আমাকে এ সম্মান এনে দেওয়ার জন্য আমি আমার প্রযোজক, পার্টনার ও অভিনেতা-অভিনেত্রীদের ধন্যবাদ জানাই।
‘জাপান ফাউন্ডেশন এশিয়া সেন্টার’-এর সৌজন্যে ‘দ্য স্পিরিট অব এশিয়া অ্যাওয়ার্ড’ পায় অলঙ্কৃত শ্রীবাস্তব পরিচালিত ছবি ‘লিপস্টিক আন্ডার মাই বুরকা’।

‘দ্য সামুরাই অ্যাওয়ার্ড’ যায় পরিচালক মার্টিন স্কোরসেসে এবং পরিচালক কিওশি কুরোসাওয়া’র কাছে।
‘অডিয়েন্স অ্যাওয়ার্ড’ পায় ‘ডাই বিউটিফল’। সমাপনী অনুষ্ঠানের আগে এটি ঘোষণা করা হয়। পরিচালক জুয়ান রবলস লানা উপস্থিত দর্শকদের সামনে পুরস্কারটি দুলিয়ে আনন্দ বিনিময় করেন।
‘ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড’ যায় ‘দ্য ব্লুম অব ইয়েসটাডি’ কাছে। ছবিটির পরিচালক ক্রিস ক্রাউস।
‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ যায় চীনা ছবি ‘মি. নো প্রবলেম’-এর কাছে। ছবিটির পরিচালক মেই ফেং।
‘অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্টর’ দেওয়া হয় ‘ডাই বিউটিফল’-এ অভিনয় করা পাওলো বালেসতেরোসকে।
‘বেস্ট অ্যাকট্রেস অ্যাওয়ার্ড’ যায় ‘সামি ব্লাড’ ছবিতে অভিনয় করা লিনি সিসিলিয়া স্পারকের হাতে।
ইন্টারন্যাশনার কম্পিটিশন জুরির সদস্য ভালেপিও মাসতানদ্রিয়া ‘বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড’ ঘোষণা করেন। ‘কুইট স্টারিং অ্যাট মাই প্লেইট’ ছবির হানা জুসিকের নাম উঠে আসে এ পুরস্কারের জন্য। মাসতানদ্রিয়া এ পরিচালককে অসাধারণ সামর্থ্যরে অধিকারী বলে অভিহিত করেন।
‘স্পেশাল জুরি প্রাইজ’ দেওয়া হয় আমান্দা কেরনেল পরিচালিত সামি ব্লাডকে।
‘দ্য টোকিও গ্রাঁ প্রিঁ অ্যাওয়ার্ড’ দেওয়া হয় ক্রিস ক্রাউস পরিচালিত ‘দ্য ব্লুম অব ইয়েসটডি’কে।
৩ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে