রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬, ০২:০৪:২৪

এই শিশুটি এখন এক বিখ্যাত অভিনেত্রী, চিনতে পারছেন?

এই শিশুটি এখন এক বিখ্যাত অভিনেত্রী, চিনতে পারছেন?

বিনোদন ডেস্ক : দেখতে পাচ্ছেন মা-সন্তানের চিরন্তন আনন্দের মুহূর্তের একটি ছবি। এই শিশুটি এখন এক বিখ্যাত অভিনেত্রী। চিনতে পারছেন? আপনার ক্লু হিসেবে রয়েছেন স্বয়ং মা। কারণ তিনিও বিখ্যাত অভিনেত্রী। হেমা মালিনী।

কিন্তু এই শিশুটি কে? এষা না অহনা?

এখানেও আরও একটা ক্লু অপেক্ষা করছে আপনার জন্য। হেমা মালিনীর প্রথম সন্তান এষা। আর ছবিটা দেখেই বুঝতে পারছেন হেমার তখন বেশ কম বয়েস। তাই শিশুটি যে এষা তা বোঝা যাচ্ছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছেন নায়িকা নিজেই।

মেয়েদের সঙ্গে বরাবরই বন্ধুর মতো মিশেছেন হেমা। ভাল-মন্দ সবই আগে মায়ের সঙ্গে শেয়ার করেন এষা-অহনা। অনেক দিন বাদে পুরনো অ্যালবামে খুঁজে পাওয়া ছবিটি মা-মেয়ে দু’জনকেই নস্ট্যালজিক করে তুলেছে। এমনকী অনুরাগীরাও ছবিটি দেখে খুব খুশি। এষা সবচেয়ে ব্যবসা সফল ছবি ‘ধুম’। আনন্দবাজার

১৩ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে