শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ১১:১০:০০

শাড়ির প্রস্তাবে রাজি হলেই ১৩ কোটি!

শাড়ির প্রস্তাবে রাজি হলেই ১৩ কোটি!

বিনোদন ডেস্ক: শাড়ির কথা শুনলেই যেন অজ্ঞান তিনি। শাড়ির প্রতি তার সবসময় যেন একটি দুর্বলতা কাজ করে। আর তাই যেখানেই বেড়াতে যান সেখান থেকেই একগাদা নয় গজের শাড়ি থাকা চাই তার। তবে বিদ্যা বালানের শাড়িপ্রীতির কাথা আর বলিউড পাড়ায় সিমাবদ্ধ নেই এই বার্তা পৌঁছে গিয়েছে এখন বণিকপাড়াতেও।

আর তাই সবার আগে এই দানটা মারতে চেয়েছে একটি শাড়ি কোম্পানি। ১৩ কোটি রুপির প্রস্তাব করেছে শুভেচ্ছা দূত হওয়ার জন্য। সিনেমার জন্য যা পান, তারচেয়ে দ্বিগুণ অর্থ পাবেন, যদি আগামী এক বছর ওই কোম্পানির প্রচার করতে রাজি হন বিদ্যা।

প্রস্তাবটিতে রাজি হলে হয়তো বিদ্যার মনের সেই আশাটি পুরণ হতে পারে। কিন্তু প্রস্তাবটাকে বিদ্যা তার আঁচলে বাঁধবেন কি না, সে বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি।

উল্লেখ্য : ২০০৩ সালে বাংলা ছবি ‘ভালো থেকো’ এর অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। ২০০৫ সালে ‘পরিণীতা’ ছবি দিয়ে বলিউডে তার অভিষেক ঘটে। ২০০৬ সালে তার অভিনীত লাগে রাহো মুন্নাভাই ছবিটি ছিল ব্লকবাস্টার হিট। হেই বেবি (২০০৭) ও কিস্মত কানেকশন (২০০৮) এ গ্ল্যামারাস চরিত্রে অভিনয়ের জন্য সমালোচিত হলন। পা (২০০৯), ইশকিয়া (২০১০), নো ওয়ান কিলড জেসিকা (২০১১), দ্য ডার্টি পিকচার (২০১১) ও কাহানি (২০১২) এ প্রশংসনীয় অভিনয় করে তিনি বলিউডের শীর্ষ অভিনেত্রীতে পরিণত হন। দ্য ডার্টি পিকচার ছবিতে অভিনয়ের জন্য তিনি ২০১১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেন। ২০১৪ সালে তিনি ভারতের ৪র্থ সর্বোচ্চ বেসামরিক পদক পদ্ম শ্রী পদক লাভ করেন।
০৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে