শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ০৮:১৪:০১

২২ দিন শুধুমাত্র কফি আর গাজর খেয়ে রইলেন রাজকুমার রাও!

২২ দিন শুধুমাত্র কফি আর গাজর খেয়ে রইলেন রাজকুমার রাও!

বিনোদন ডেস্ক: অভিনয় নয়, চরিত্রকে জীবন্ত করতে চান রাজকুমার রাও। তার জন্য ওজন ঝরাতে পারেন। প্রয়োজনে নিজের রক্তও দিতে পারেন তিনি। এবং আক্ষরিক অর্থেই। ফিল্মি গালগল্প নয়! অভিনয়ের খাতিরে রাজকুমার এমনটাই করেছেন। ফিল্ম-বাফদের আড্ডায় এখন তাই বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘ট্র্যাপ্‌ড’। ওই ফিল্মের জন্যই তো এত কাণ্ড!

প্রায় প্রতিটি ফিল্মেই নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন রাজকুমার। ‘গ্যাংস অব ওয়াসেপুর-২’, ‘তালাশ’, ‘কাই পো চে’, ‘শাহিদ’, ‘কুইন’, ‘সিটিলাইটস’, ‘আলিগড়’— একের পর ফিল্ম দেখুন! একটার সঙ্গে অন্যটায় চেনা রাজকুমারকে খুঁজে পাবেন না। শুধু কি লুক, পারফরম্যান্সেও মাত করেছেন তিনি।

এ বারও ফের অন্য রকম রাজকুমার। ‘ট্র্যাপ্‌ড’-এর নায়ক শৌর্যের জন্য কি না করেছেন! ২২ দিন ধরে শুধুমাত্র ব্ল্যাক কফি আর দু’টো করে গাজর খেয়ে থেকেছেন। এমনকী, ফিল্মের একটা দৃশ্যে রক্তদানও করেছেন। সত্যি! চরিত্রের সঙ্গে মিশে যাওয়া বোধহয় একেই বলে। আর এত কিছু করে ফলও পেয়েছেন হাতেনাতে। সাত কিলো ওজন তো ঝরেইছে। উপরি পাওনা, ইন্ডাস্ট্রির মানুষজনের থেকে শুর করে দর্শকদের প্রশংসা।

সম্প্রতি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালে ‘ট্র্যাপ্‌ড’এর স্ক্রিনিং হল। সেখানে রাজকুমার আর বিক্রমাদিত্যের জন্যে নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিলেন দর্শকেরা। সব দেখেশুনে নিজের আনন্দ গোপন রাখেননি রাজকুমার। তিনি বলেন, “ ‘ট্র্যাপ্‌ড’ যে রকম সাড়া ফেলেছে তাতে আমি উচ্ছ্বসিত!” ফিল্মের নায়ক শৌর্য তিন সপ্তাহ ধরে নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন। তা সেই শৌর্যকে জীবন্ত করতেই রাজকুমারের এত পরিশ্রম। ৩২ বছরের অভিনেতার কথায়: “তিন সপ্তাহ ধরে একটা ঘরে আটকে পড়েছিলেন শৌর্য। আর যে ভাবে খাবার এমনকী জল পর্যন্ত না খেয়ে ছিলেন, তা-ই তুলে ধরতে চেয়েছি। ওই পরিস্থিতিতে শৌর্যের খিদে, তাঁর বেপরোয়া ভাবটা অনুভব করতে চেয়েছিলাম।” এর আগে ‘সরবজিৎ’-এর জন্য মাত্র ২৮ দিনে ১৮ কেজি ওজন কমিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন রণদীপ হুডা। আর এ বার সে পথেই হাঁটলেন রাজকুমার। শুধুমাত্র অভিনয়ের জন্য নিজের ওজন কমিয়ে রাজকুমারের উপলব্ধি: “ও ভাবে ওজন কমানোটা সত্যিই একটা লড়াই ছিল। তবে, অভিনেতা হওয়ার ওটাই তো মজা।”-আনন্দবাজার
১৮ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে