বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬, ০৬:৪৭:৪৮

৯ বছর পর সালমানের সঙ্গে দেখা ‘ছেলের’

৯ বছর পর সালমানের সঙ্গে দেখা ‘ছেলের’

বিনোদন ডেস্ক: মনে পড়ে ছোট্ট আলি হাজিকে? পার্টনার-এ সালমান খানের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রের নাম ছিল রোহন। তাঁদের অনস্ক্রিন রিলেশন দর্শকদের মন ছুঁয়ে যায়। ন’বছর পর ফের দুজনের দেখা বিগ বস ১০-এর সেটে।

২০০০ সালে শিশু শিল্পীদের মধ্যে ভীষণরকম জনপ্রিয় ছিলেন আলি।
শুধু সালমানই নয়, বলিউডের প্রথম সারির প্রায় সমস্ত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন আলি। শাহরুখ খান(কভি খুশি কভি গম), অমিতাভ বচ্চন(ফ্যামিলি), আমির খান, কাজল(ফনা), সাঈফ আলি খান, রানি মুখোপাধ্যায়(তা রা রাম পাম)-প্রভৃতি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। ফনা-এ তাঁর চরিত্রের নাম ছিল রেহান।-এবিপি আনন্দ
২৩ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে