রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ১২:৩৬:৫৪

সালমার বিরুদ্ধে যত অভিযোগ আনলেন তার স্বামী

সালমার বিরুদ্ধে যত অভিযোগ আনলেন তার স্বামী

বিনোদন ডেস্ক: ক্লোজআপ ওয়ান তারকা সালমার সঙ্গে ডিভোর্স নিয়ে কথা বলেছেন তার প্রাক্তন স্বামী এমপি শিবলী সাদিক। দিনাজপুর-৬ আসনের আওয়ামী লীগের এ সাংসদ সালমার উচ্ছৃঙ্খল জীবনযাপনসহ নানা অভিযোগ এনেছেন। বিবাহ বিচ্ছেদের মূল কারণ। তার অস্বাভাবিক চলাফেরার কারনেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে।

শিবলী সাদিক বলেন, আমার পরিবার ও বংশ সম্পর্কে আপনাদের হয়তো ধারণা আছে। দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পটের সুবাদে অনেকে আমাদের চেনেন। সালমার অস্বাভাবিক চলাফেরার কারণেই বিবাহ বিচ্ছেদ ঘটেছে। সালমা রাত-বিরাতে বিভিন্ন জায়গায় যায়। এটিই মূল সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এটাই আমরা গ্রহণ করতে পারিনি।

তিনি আরো বলেন, গত রমজানে সেহরি পার্টি থেকে শুরু করে চার মাস রাগ করে বাসা থেকে চলে গিয়ে বাইরে ছিল সালমা। সে চলতি মাসের ২০ তারিখ বাসায় ফিরে টাকা-পয়সা দাবি করে, মোহরানা দাবি করে। এমনকি কাজী সঙ্গে নিয়ে আসে। একপর্যায়ে ২০ লাখ টাকা দাবি করে। এমনকি সে চেক না দিয়ে নগদ টাকা দাবি করে।’

সালমাকে গান করতে না দেওয়া সম্পর্কে এ সাংসদ বলেন, আমরা চেয়েছি সে একটা লিমিটেশনের মধ্যে থাকুক। ঢাকায় গ্রোগ্রাম করুক, বড় বড় প্রোগ্রামে অংশ নিক। কিন্তু ওর কথা এটা নয়। ওর কথা হলো সে আমেরিকা বা দেশের বাইরে যাবে, নাটক ও অভিনয় করবে। রাত-বিরাত স্টুডিওতে গিয়ে কাজ করবে। এসব করতে পারিবারিকভাবে আমরা নিষেধ করেছি। এ হলো বিষয়।’

সালমার বাবা-মাকে সম্মান না করা সম্পর্কে তিনি বলেন, ‘এসব বাজে কথা। ওর বাবা-মা তো মাসের ২৫ দিনই আমার কাছে থাকতো। আমি যদি খারাপ ব্যবহার করতাম তাহলে আমার বাসায় কীভাবে থাকে? মাসের ৫টা দিন শুধু কুষ্টিয়া থাকতো তারা।

এমনকি সালমার বাবা-মা ভাইবোনকে আমিই টাকা-পয়সা দিতাম। এমনকি আমার সঙ্গে বিয়ে হওয়ার পর সালমার নামে এখন ঢাকায় দুটি ফ্ল্যাট হয়েছে। তাদের গ্রামে দোতলা বাড়ি করে দিয়েছি আমি। বিয়ে হওয়ার আগেও সালমা ইনকাম করতো কিন্তু কিছুই তো করতে পারেনি।’

মেয়ের ব্যাপারে তিনি জানান, আমাদের সন্তানের ব্যাপারে দুজনের মধ্যে চুক্তি হয়েছে। মেয়ে আমার কাছেই থাকবে।

তিনি যোগ করেন, মেয়ের টেককেয়ার সে আগেও করতো না; এর ধারও ধারতো না। সালমার পরিবারের টার্গেট ছিল অন্য বিষয়ে। তারা টাকা-পয়সা আদায় করতে চেয়েছে। তারা সফলও হয়েছে।
২৭ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে