রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬, ০৪:৪৫:০২

অবাক হবেন না কিন্তু, এটাই সানি লিওন ভক্তদের জন্য সুখবর

অবাক হবেন না কিন্তু, এটাই সানি লিওন ভক্তদের জন্য সুখবর

বিনোদন ডেস্ক: বলিউড তারকা সানি লিওন। নিজ যোগ্যতায় সবাইকে মুগ্ধ করে একটু একটু করে চলার পথ সাফল্যমণ্ডিত করে তুলে একের পর এক সাফল্যের পালক যোগ করছেন নিজের মুকুটে। সম্প্রতি সেই মুকুটে লেগেছে আরেক তকমা। এবার স্মার্টফোনে আসছেন সানি। অবাক হচ্ছেন ? না কোন নীলাবরণে নয় বরং স্মার্টফোন অ্যাপসে নিজেকে নিয়ে আসছেন তিনি।

সানি লিওন ও তার ভক্তদের জন্য এটাই সুখবর। সানি নিয়ে আসছেন স্মার্টফোন অ্যাপস। এখন থেকে বড় পর্দার পাশাপাশি যেকোনো মুহূর্তেই সানিকে পাওয়া যাবে স্মার্টফোনের অ্যাপসের পর্দায়। তবে স্মার্টফোনের অ্যাপস নিয়ে সানি এবারই প্রথম নন।

এর আগে ২০১৪ সালে একবার নিজ নামে অ্যাপস নিয়ে এসেছিলেন। সাড়াও পেয়েছিলেন বেশ। মাত্র এক সপ্তাহে আপ্লিকেশনটি ডাউনলোড হয়েছিলো প্রায় ৩ লাখ বার! পরবর্তীতে প্রযুক্তিগত ত্রুটির ফলে বন্ধ করে দেয়া হয় সে অ্যাপসটি।

তবে নতুন এই অ্যাপসে কী কী থাকছে তা এখনই নিশ্চিত করেননি সানি। আশা করা যাচ্ছে এই সুপারস্টারের লাইফস্টাইল এবং নিত্যনতুন মিউজিক ভিডিওসহ আরো অনেক কিছুরই তথ্য মিলবে এই অ্যাপসেই।
২৭ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে