বিনোদন ডেস্ক: দিওয়ালি পার্টিতে আমির খানের বাড়িতে সানি লিওনকে দেখে বেজায় চোটে গিয়েছিলেন তিনি। আর তারপরই বির্তকিত স্টার হতে চান বলে মন্তব্য করেন। কিন্তু, তাঁর মন্তব্য নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা শুরু হতেই, পালটি খেলেন। তিনি রাখি সাওয়ান্ত।
টেলিভিশন জগতের সবচেয়ে চর্চিত ব্যক্তিত্ব রাখি সাওয়ান্ত এবার একটি অনুষ্ঠানে হাজির হয়ে বললেন, তাঁর ‘নীল তারকা’ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর ভারতবর্ষে এসব চলেও না। আর তাঁর নতুন যে শো আসছে, ‘রাখি ইন খাকি’, তাতেই দেশের বলিউড স্টার এবং রাজনীতিবিদদের ‘ব্যান্ড বাজাবেন’ তিনি।
আমির খানের সঙ্গে সানি লিওনকে দেখে যে রাখি চোটে গিয়ে বির্তকিত স্টার হবেন বলে জানিয়েছিলেন, এবার কিন্তু সেই রাখি সাওয়ান্তই পুরোপুরি পালটি খেলেন।-ইন্ডিয়া.কম
২৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ