বিনোদন ডেস্ক : হলিউড-বলিউড তারকাদের পারিশ্রমিক সম্পর্কে প্রায় সবারই জানা আছে এ নিয়ে হরহামেশাই সংবাদ প্রকাশ হয়। কিন্তু ঢালিউড তারকাদের সে সংবাদ প্রায় সবার কাছেই অজানা। তাই জেনে নিন, ২০১৫ সাল পর্যন্ত ঢালিউডের কোন তারকা ছবি প্রতি কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
শাকিব খান:
ঢালিউডের কিং তিনি এবং প্রায় প্রতিটি ছবিই যার সুপারহিট। তেমনি তার পারিশ্রমিকের অংকটাও হবে একটু বেশি। জানা যায়, ঢালিউডে সব থেকে বেশি পারিশ্রমিক নিয়ে নাম্বার ওয়ানে আছেন নায়ক শাকিব খান। ছবিপ্রতি এ নায়ক নেন ২০-২৫ লাখ টাকা। পাশাপশি রয়েছে তার যাতায়াত ও আলাদা আপ্যায়নের খরচও।
বাপ্পি চৌধুরী:
জানা যায়, ঢালিউডে শাকিবের পরেই পারিশ্রমিকের দিক থেকে যার অবস্থানেই রয়েছেন বর্তমান সময়ের তরুন নায়ক বাপ্পি চৌধুরী। ছবিপ্রতি এ নায়কের চাহিদা ১০ লাখ। তবে কোন কোন ক্ষেত্রে এর থেকে কম টাকায়ও ছবি করেন বাপ্পি।
ফেরদৌস আহমেদ:
শাকিব খান এবং বাপ্পির পরই পারিশ্রমিকের দিক থেকে যার অবস্থান তিনি ঢালিউডের সুদর্শন নায়ক ফেরদৌস আহমেদ। ছবিপ্রতি আর চাহিদা ৫-৮ লাখ টাকা।
আরিফা পারভিন মৌসুমী:
এই তিন নায়কের পরেই পারিশ্রমিকের দিক থেকে এগিয়ে আছেন মিষ্টি নায়িকা আরিফা পারভিন মৌসুমী। ছবিপ্রতি তার চাহিদা ৫-৭ লাখ টাকা।
অপু বিশ্বাস:
তার পরেই রয়েছেন, ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ছবিপ্রতি তার পারিশ্রমিক চাহিদা ৫ লাখ টাকা। এছাড়া তারও রয়েছে আলাদা যাতায়াত ও আপ্যায়ন খরচ।
আরিফিন শুভ:
এর পরেই রয়েছেন ঢালিউডের বর্তমান সময়ের আরেক আলোচিত নায়ক আরিফিন শুভ ছবিপ্রতি তার চাহিদা ৩-৫ লাখ টাকা। তবে ছবি নিয়ে তার রয়েছে বেশ কিছু শর্ত।
মাহিয়া মাহী:
জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহীও ছবিপ্রতি ৩-৪ লাখ টাকা করে নেন। তবে মাহী শুধু জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় অভিনয় করার কারণে পারিশ্রমিক নিয়ে তার ধরা বাধা কোন চাহিদা নেই। তাছাড়া শোনা যায়, এ প্রতিষ্ঠানের মালিকের সঙ্গেও রয়েছে তার বিশেষ সম্পর্ক।
আমিন খান:
ঢালিউডের এই নায়কের ছবিপ্রতি চাহিদা হলো ৩-৪ লাখ টাকা।
ববি:
বর্তমান সময়ের বিতর্কিত নায়িকা ববিও ছবিপ্রতি পান ২-৩ টাকা। তবে অনেক ক্ষেত্রে এ নিয়ে ছাড় দিয়ে চলেন ববি।
জায়েদ খান, ইমন, নিরব ও সম্রাট:
ঢালিউডের এই চার নায়ক জায়েদ খান, ইমন, নিরব ও সম্রাট তারা প্রায় সমান পারিশ্রমিকই নিয়ে থাকেন। ছবিপ্রতি তাদের ছাহিদা ২-৩ লাখ টাকা।
জানা যায়, অনেক সময় ব্যক্তিগত সম্পর্কের কারণে এবং সিনেমার বাজেটের উপর ভিত্তি করে পারিশ্রমিকের অংকটা কম-বেশি নিয়ে থাকেন সকল নায়ক-নায়িকারাই।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/