বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড পরিচালকদের মাঝে সফল ব্যক্তিদের নিয়ে বায়োপিক তৈরির ঝোঁক খুব বেশি পরিমানে লক্ষ করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যদি কোন পরিচালক বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বায়োপিক তৈরি করতে চান এই প্রসঙ্গে অমিতাব বচ্চন জানিয়েছেন, তাকে নিয়ে ছবি তৈরি করা হলে সেই ছবি অবধারিত ফ্লপ হবে।
আজ রবিবার এই গুণি অভিনেতা ৭৩ বছর অতিবাহিত করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তিনি জানিয়েছেন, তিনি চান তার জীবনী নিয়ে বায়োপিক তৈরি করা হোক। কিন্তু এই কাজটি খুব সাবধানতার সাথেই করতে হবে এবং যে তারকাকে নেওয়া হবে তার এই ছবির জন্য সে তারকা যাতে তার চরিত্রের জন্য যোগ্যতা সম্পন্ন হয়ন।
সম্প্রতি বলিউড পরিচালকদের মধ্যে একটি প্রবণতা দেখা গিয়েছে, পরিচালকেরা ছবি তৈরির জন্য ক্রীড়াঙ্গনের তারকাদেরই বেছে নিচ্ছেন। যেমন মেরি কম, মিলখা সিংহ, পান সিংহ তোমর প্রমুখ। ভারতীয় টেস্ট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবনী নিয়েও তৈরি হচ্ছে ছবি।
এই প্রসঙ্গ টেনে এনে অমিতাভ মজা করে বলেন, তিনি এই ‘লিগ’-এর বাইরে। এর থেকে যদি তার বাবা কিংবদন্তী কবি হরিবংশ রাই বচ্চন-এর জীবনী রূপোলি পর্দায় ফ্রেম বন্দি করা হয় তাহলে তিনি বেশি খুশি হবেন।
১১ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/