বিনোদন ডেস্ক : প্রথম দিন সকালের শোতে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ৩৫ শতাংশ দর্শক সমাগম ছিল। বিকাল ও সন্ধ্যার শোতে কিছুটা দর্শকের উপস্থিতি বাড়লেও, তেমন একটা চমক জাগাতে পারেনি সঞ্জয় গুপ্তা সিনেমাটি। ৯ অক্টোবর মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া রাই বচ্চনের ফেরার সিনেমা ‘জাজবা’।
শুক্রবার দিন শেষে সিনেমাটির মোট আয় হয়েছে ৪ কোটি ২৩ লাখ রুপি। বছরের সবচেয়ে ভাল উদ্বোধনী আয়ের সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান' এবং 'সিং ইজ ব্লিং' যেখানে ২০ কোটি রুপির বেশি আয় করেছে, যেখানে 'জাজবা'র প্রথম দিনের আয় বক্স-অফিসে খারাপ পারফর্ম্যান্সেরই ইঙ্গিত দিচ্ছে। এমনকি দুর্বল উদ্বোধনী আয়ের বাণিজ্যিক সিনেমা 'কাট্টি বাট্টি' আর 'হিরো'র চেয়েও মুক্তির দিন কম আয় করেছে ঐশ্বরিয়ার ফেরার সিনেমা।
ভারতসহ ৪০টি দেশে একযোগে মুক্তি পেয়েছে ‘জাজবা’। পাঁচ বছর বিরতি শেষে ‘জাজবা’র মাধ্যমে পর্দায় ফিরেছেন ঐশ্বরিয়া। তাই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল অনেক। ২০১০ সালে ‘গুজারিশ’ সিনেমায় শেষ দেখা যায় অ্যাশকে, এরপর বিরতিতে যান সাবেক এই বিশ্বসুন্দরী।
জাজবা’য় আরও অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমি, জ্যাকি শ্রফ, সিদ্ধান্ত কাপুর ও প্রিয়া ব্যানার্জি।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি