সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৯:১৮:৫৭

এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে জয়া আহসানের!

এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে জয়া আহসানের!

বিনোদন ডেস্ক : ঢাকার মেয়ে জয়া আহসানকে নিয়ে কলকাতাতে চলছে তুমুল উত্তেজনা। আর সেই উত্তেজনা এবার আছড়ে পড়েছে সিনেমার দ্বিতীয় বৃহত্তম বাজার বলিউডে।

এবারের পূজায় কলকাতায় মুক্তি পাচ্ছে দেশভাগ নিয়ে নির্মিত সৃজিত মুখার্জির আলোচিত ছবি ‘রাজকাহিনী’। এ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান।

এদিকে এ ছবিটি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জোড় আলোচনা। ছবির ট্রেলারই সেখানে আলোচনায় নিয়ে এসেছে জয়াকে।

এই যখন অবস্থা, তখন ছবিটির হিন্দি ভার্সন করার ঘোষণা দিয়েছে বলিউডে। ছবিতে পাত্রপাত্রী কারা থাকবেন? তা এখনো ঘোষণা দেয়া হয়নি। তবে জয়া ছবিটিতে যে চরিত্রে রূপদান করেছেন সেটিতে নাকি নির্মাতা জয়াকেই ভাবছেন। কারণ ওই চরিত্রটি জয়া ফুটিয়ে তুলেছেন নাবলিলভাবেই।

জানা গেছে, ‘রাজকাহিনী’ ছবিতে জয়া ‘রুবিনা’ চরিত্রে অভিনয় করেছেন। এই ছবিতে তিনি মূলত নদীয়ার মেয়ে। বিভিন্ন সংগ্রাম-জটিলতা পেরিয়ে শেষমেশ পতিতালয়ে ঠাঁই মিলেছে তার। সম্প্রতি রুবিনা চরিত্রটির ১২ সেকেন্ডের একটি দৃশ্য অনলাইনে প্রকাশিত হয়েছে।

এতে দেখা গেছে, জয়া আহসান রাগী মেজাজ নিয়ে ছুটে আসছেন। গায়ে জড়ানো শাড়ি ও গামছা। রুদ্রনীলের মুখের কাছাকাছি ঝুঁকে, গালে হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘আমি তোমার রুবিনা।’ এরপরই তার হাতে অস্ত্র উঠে আসে। তিনি প্রচণ্ড চিৎকারে ধারালো অস্ত্রে এক কোপে নামিয়ে আনেন মুণ্ডু।

১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নির্মিত এই ছবিটি ১৬ অক্টোবর মুক্তি পাবে। বাংলাদেশেও এটি মুক্তি দেয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। এছাড়া বলিউডে ছবিটির হিন্দি রিমেকের ব্যাপারে ঘোষণা এসেছে। ‘রাজকাহিনী’ ছবিটি হিন্দিতে ‘লাকির’ শিরোনামে নির্মিত হবে।

মহেশ ভাট ও মুকেশ ভাটের প্রযোজনা প্রতিষ্ঠান ভিশেষ ফিল্মস এবং কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস যৌথভাবে হিন্দি ছবিটি প্রযোজনা করবে। এটিও পরিচালনা করবেন সৃজিত। ইতোমধ্যে তিনি শ্রীজাতকে হিন্দি চিত্রনাট্যটি লিখতে দিয়েছেন।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে