বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী সোনাক্ষী সিনহার ঝুলিতে এতোগুলো সফল চলচ্চিত্র আর তিনি কিনা বলেন পারিশ্রমিক নেয় না!
শুনতে অবাক লাগাটা খুব স্বাভাবিক। ‘দাবাং’ কন্যা পারিশ্রমিক নেন ঠিকই, তবে সেই অর্থ তিনি ছুঁয়েও দেখেন না। কারণ পুরো চেকটাই যে তুলে দেন বাবা-মার হাতে, এমনটি জানালেন অভিনেত্রী নিজেই।
শুধু তাই নয়, মৃত্যুর আগে পর্যন্ত সব চেকই বাবা-মার হাতে তুলে দেবেন বলে সাফ জানিয়ে দিলেন সোনাক্ষী।
হার্টথ্রব অভিনেতা সালমান খানের বিপরীতে ‘দাবাং’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে সোনাক্ষীর। অভিষেকেই বাজিমাৎ, ব্যস আর পেছনে ফিরে তাকাননি তিনি।
সোনাক্ষী জানান, জীবনে প্রথম চেক পেয়েছিলাম ফ্যাশন সপ্তাহে স্বেচ্ছাসেবকের কাজ করে। তখন কলেজে পড়ি এবং দৈনিক ৫০০ রূপি করে দেয়া হতো। অনুষ্ঠান শেষে মোট তিন হাজার রূপি পেয়েছিলাম। সেই চেক মা-বাবার হাতে তুলে দিয়েছিলাম। তারা সেটি ফ্রেমে বাঁধাই করে দেয়ালে টাঙিয়ে রেখেছে।
এরপর আমার প্রথম পারিশ্রমিক আসে ‘দাবাং’ থেকে। ‘দাবাং’ এর চেকও তাদের হাতে তুলে দিয়েছিলাম। সেই অর্থ থেকে কিছু অংশ সালমানের দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‘মৃত্যুর আগে পর্যন্ত যতো চেক পাবো, সবই তাদের হাতে তুলে দেব। আমার চাহিদা খুব কম। যা প্রয়োজন হয় বাবা-মা এনে দেয়।’
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন