বিনোদন ডেস্ক: দিন কাটছে, রাত কাটছে। তাঁর সমসাময়িক নায়িকারা মা।
শুধু অনিল কাপুরের বয়স বাড়ছে না। মেয়ে প্রতিষ্ঠিত নায়িকা, ছেলেও টুকটাক ছবির অফার পাচ্ছেন। কিন্তু বাবা চিরতরুণ। এই ৫৯ বছর বয়সে এমন চুলের ছাঁট দিয়েছেন, যা মুম্বাইয়ের টাপোরি ভাষায় এক কথায়, ঝাক্কাস।
অনিলের হাতে এখন প্রচুর কাজ। সম্ভবত সে জন্যই বয়স অনেক কম আর সুপার কুল দেখানোর জন্য এমন চুল কেটেছেন তিনি।
তারপর নিজেই টুইটারে পোস্ট করেছেন সেই ছবি। আর উচ্ছ্বাসে ফেটে পড়েছেন অনিল ভক্তরা। -এবিপি
১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/টি.জে