শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ০৮:৪৫:৪৯

আলিয়া ভাটের পোশাক নিয়ে তুলকালাম কাণ্ড!

আলিয়া ভাটের পোশাক নিয়ে তুলকালাম কাণ্ড!

বিনোদন ডেস্ক : একের পর এক ছবির সাফল্যে এখন উড়ছেন বলিউডের নতুন সেনসেশন আলিয়া ভাট। সর্বশেষ শাহরুখ খানের সঙ্গে 'ডিয়ার জিন্দেগি' দারুণ সাড়া ফেলে বক্স অফিসে।

সেই রেশ কাটতে না কাটতেই নতুন ছবি 'ড্রাগন' এর কাজে নেমে পড়েছেন মহেশ ভাটের বেটি। সেই ছবির সবাইকে নিয়ে এক পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতেই ঘটে গেল তুলকালাম কাণ্ড!

পার্টিতে উপস্থিত ছিলেন রণবীর, পরিচালক অয়ন মুখার্জী, প্রযোজক করণ জোহরসহ ছবির পুরো টিম। সেখানে আলিয়া একটি ছোট গাউন পরে উপস্থিত হন। কিন্তু গাউনের নিচে কোনো ধরনের (প্রকাশ অযোগ্য শব্দ) পরেননি তিনি। যার ফলে চেয়ারে বসার সাথে সাথেই আলিয়ার শরীরের (প্রকাশ অযোগ্য শব্দ) হয়ে যায়! এই পরিস্থিতিতে বিব্রতকর অবস্থায় পড়েন উপস্থিত সবাই।  কারণ এর আগে এমন পোশাকে কখনও কোথাও যেতে দেখা যায়নি আলিয়াকে।

সবার অবাক হওয়ার আরও কারণ কোনো ছবির প্রচারণাতেও এমন বোল্ড লুকে হাজির হননি আলিয়া। তবে হঠাৎ করে তার এমন আচরণ কেন? সেই পোশাকেই পুরো পার্টি শেষ করেন আলিয়া।  তবে সেই পার্টির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করেন। তবে এসব বিষয়ে মোটেও কান দেননি আলিয়া।

১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে