বিনোদন ডেস্ক : নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা জেমস মানেই নতুন প্রজন্মের মাঝে বাড়তি এক উত্তেজনা। এবার সেই জেমস উত্তেজনা ছড়াতে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৮তম ব্যাচের র্যাগ উৎসব উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় দিন গানে গানে ক্যাম্পাস মাতাবেন গুরুখ্যাত এই পপ তারকা।
এ তথ্য জানিয়েছেন ৩৮তম ব্যাচের র্যাগ উদযাপন কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নুহাশ।
নুহাশ জানিয়েছেন, প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জাবি শিক্ষার্থীদের পরিবেশনা। উৎসবের দ্বিতীয় দিন ১৭ অক্টোবর র্যালি ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। আর তৃতীয় দিন জেমসের কনসার্ট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিন দিনব্যাপী র্যাগ উৎসবটি আগামী ১৬ অক্টোবর শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে। তারমধ্যে আগামী ১৮ অক্টোবর র্যাগ উৎসবের তৃতীয় দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গান পরিবেশন করবেন জেমস।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
গিাইবেবিনোদন ডেস্ক : নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা জেমস মানেই নতুন প্রজন্মের মাঝে বাড়তি এক উত্তেজনা। এবার সেই জেমস উত্তেজনা ছড়াতে আসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৩৮তম ব্যাচের র্যাগ উৎসব উপলক্ষে তিনদিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় দিন গানে গানে ক্যাম্পাস মাতাবেন গুরুখ্যাত এই পপ তারকা। এ তথ্য জানিয়েছেন ৩৮তম ব্যাচের র্যাগ উদযাপন কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নুহাশ।
নুহাশ জানিয়েছেন, প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে জাবি শিক্ষার্থীদের পরিবেশনা। উৎসবের দ্বিতীয় দিন ১৭ অক্টোবর র্যালি ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। আর তৃতীয় দিন জেমসের কনসার্ট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিন দিনব্যাপী র্যাগ উৎসবটি আগামী ১৬ অক্টোবর শুরু হয়ে ১৮ অক্টোবর শেষ হবে। তারমধ্যে আগামী ১৮ অক্টোবর র্যাগ উৎসবের তৃতীয় দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গান পরিবেশন করবেন জেমস।
১৪ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন