শনিবার, ০৭ জানুয়ারী, ২০১৭, ০২:১২:২৮

আইএসআই এজেন্ট সালমান খান! কেন তার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ

আইএসআই এজেন্ট সালমান খান! কেন তার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ

বিনোদন ডেস্ক : বিরাট বড় অভিযোগ আনা হল সালমান খানের বিরুদ্ধে। অদ্যাবধি এমন অভিযোগে বোধ হয় অভিযুক্ত হননি সালমান। কে আনলেন তাঁর বিরুদ্ধে এমন ভযঙ্কর অভিযোগ? আর কেনই বা আনা হল তা? ঘটনা হল, বিগ বস-এর ঘর থেকে বের করে দেওয়া হয়েছে স্বামী ওমকে। আর এটাই কাল হল। বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই একের পর এক বিস্ফোরক অভিযোগ করে চলেছেন ওম। ভিজে বাণীর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এবার ছেড়ে কথা বললেন না সালমান খানকেও। সালমানের বিরুদ্ধে এ হেন অভিযোগ আনায় ওম নিন্দিত হচ্ছেন সর্বত্র।

বিগ বস ১০ থেকে বহিষ্কৃত হওয়ার অব্যবহিত পরেই স্বামী ওম অভিযোগ করেন, ‘সালমান খান আইএসআই-এর এজেন্ট’। একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে সলমনের বিরুদ্ধে এরকম মারাত্মক অভিযোগ করেন। যদিও স্বামী ওমের এমন অভিযোগকে কেউ গুরুত্ব দিচ্ছেন না। সবাই ধরতে পেরেছেন, বিগ বসের ঘর থেকে বহিষ্কৃত হওয়ায় চটে গিয়েছেন ওম। তাই স্বামী ওম আইএসআই-এর এজেন্ট বলেছেন সালমানকে।  এবারই প্রথম নয়। এর আগেও আমির খান, শাহরুখ খান এবং সইফ আলি খান-কে অপহরণ করে নিয়ে যাওয়া হবে বলে মন্তব্য করেছিলেন। এবার সলমনের বিরুদ্ধে তোপ দাগলেন।
 ০৭ জানুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে