শাহরুখ খানের হাফ সেঞ্চুরী
বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খান। যার কাছে বয়সটা কেবলই একটা সংখ্যা। এখনো তিনি সবে তরুণ হওয়া খ্যাপা প্রেমিকের সঙ্গেও পাল্লা দিতে সদা প্রস্তুত থাকেন। শুধু কি তাই? এখনো এই বাদশাহ রোমান্টিকতার সবুজে রাঙা হৃদয়ের অধিকারী।
তাহলে তো তাকে চীর সবুজ বা নবীনই বলা যায়? হুম। তা যায়। তবে সেই চীর সবুজ মনের অধিকারী বাদশাহ পা দিতে যাচ্ছেন ৫০টি বসন্তের ঘরে। অর্থাৎ আগামী ২ নভেম্বর ৫০বছর পূর্ণ করতে চলেছেন শাহরুখ খান।
১৯৬৫ সালে দিল্লির মধ্যবিত্ত এক পরিবারের ভাড়া বাসায় বেড়ে ওঠা তার। স্কুলের অনুষ্ঠানে অভিনেত্রী মুমতাজ আর অভিনেতা অমিতাভ বচ্চনের অনুকরণ করে হাততালি কুড়ানো।
থিয়েটার আর ড্রামা স্কুলে পাঠ নিয়ে অবশেষে বন্ধুর পথে যাত্রা শুরু। দূরদর্শনে ফৌজিতে সৈনিকের চরিত্রে অভিনয় দিয়ে ক্যারিয়ার শুরু। আর পেছন ফিরে তাকাতে হয়নি। ক্রমেই শাহরুখ নিজেকে প্রতিষ্ঠা করেছেন ‘কিং খান’ হিসেবে। ২৭ বছরের ক্যারিয়ারে এখনো জনপ্রিয়তার শীর্ষে।
৫০তম জন্মদিন তার কাছে আলাদা তাৎপর্য বহন করে কি না, কে জানে। তবে শাহরুখের কাছের মানুষেরা এরই মধ্যে ভাবতে শুরু করেছেন। বিশেষভাবেই উদ্যাপন করতে চান তাঁরা দিনটি। বাজিগর শাহরুখ হয়তো এই বার্তাই দেবেন, ‘বাঁচো বাঁচার আনন্দে, কে জানে, কাল হো না হো’! টিওআই।
১৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�