সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:২১:৫০

ধর্ম পরিবর্তন করে আলোচনায় মার্কিন পপস্টার মাইলি!

ধর্ম পরিবর্তন করে আলোচনায় মার্কিন পপস্টার মাইলি!

বিনোদন ডেস্ক : গোটা আমেরিকা যখন তাদের দেশের নতুন প্রেসিডেন্ট নিয়ে মত্ত তখন পপস্টার মাইলি সাইরাস মাতলেন কিছু নিয়ে। কেন? নিজের বাড়িতে ধুমধাম করে ধন-সম্পদের দেবী খ্যাত মহালহ্মীর আরাধনা করলেন মাইলি। আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করলেন। খবর ইন্ডিয়া টাইমসের।

রীতিনীতি মেনে একাধিক পুরোহিতের উপস্থিতিতে লক্ষ্মীপুজো করেন। ফল, সুজির হালুয়া, প্রদীপ-ধূপকাঠি জ্বালিয়ে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে পুজা করলেন হানা-মন্টানা স্টার। একটি ভিডিয়ো তুলেও তিনি পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেখানে নিজেই বলেন, কী ভাবে গোটা দিনটা কাটালেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে, হিন্দু মতে সৌভাগ্য এবং ধনসম্পদের দেবী লক্ষ্মীর একটি ছবিতে মালা দেওয়া রয়েছে। তার পাশে নিজের ‘গুরু’দের ছবিও রাখেন মাইলি। নিজের ঘর ফুল ও প্রদীপ জ্বালিয়ে সাঝিয়েছে। অনেকে বলছেন, মাইলি খ্রিস্টান থেকে হিন্দু ধর্মে দীক্ষা নিয়েছেন। চলতি বছরেই ভারতে জাস্টিন বিবারের সঙ্গে একটি কনসার্টে পারফর্ম করতে আসছেন মাইলি। তার আগে এই পুজা নিয়ে জল্পনা শুরু হয়েছে বিনোদন জগতে।

৬ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে