বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৫৪:৪২

সকলের সামনেই প্যান্ট খুলে ফেলেন শাহরুখ খান!

সকলের সামনেই প্যান্ট খুলে ফেলেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক : সামনে কে আছে সেটা নিয়ে ভাবেন না, ‘‌প্যাক আপ’‌ কথাটা শুনতে পেলেই নাকি প্যান্ট খুলে ফেলেন শাহরুখ খান। একটি রিয়্যালিটি শোতে অতিথি হয়েছিলেন শাহরুখ। ‘ভিএইচওয়ান’ নামে এই শোয়ে শাহরুখের কথা শুনে তাজ্জব হয়ে গেছেন সকলে। শ্যুটিংয়ের শেষে শাহরুখ নাকি ‘‌প্যাক আপ’‌ শব্দটা শুনলেই প্যান্ট খুলে ফেলেন।

পরনে থাকে শুধু ছোট প্যান্ট। সামনে কে থাকল, কে তাকে দেখল, কোনও কিছুরই নাকি পরোয়া করেন না তিনি। শাহরুখ বলেছেন, ‘‌প্যান্ট খুলেই তিনি ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন। আমার এই কীর্তি গা-সওয়া হয়ে গিয়েছে আমার সঙ্গে কাজ করা সকলের। টিম শাহরুখকে এর জন্য ধন্যবাদ। আমার দলের লোকজন এই আজব আচরণ দিনের পর দিন সহ্য করছে বলে তাদের কাছে আমি কৃতজ্ঞ।‌’‌

শাহরুখ আরও জানান, স্পটে সর্বক্ষণ তিনি চনমনে মেজাজে থাকেন। যখন শট দেন না, তখন নিজেকে এলোমেলো করে রাখতেই তিনি পছন্দ করেন। ক্যাজুয়াল জিনস পরতে ভালবাসেন। এমনকী ইচ্ছে করে চুলগুলোকে এলোমেলো করে দেন। চুল পরিপাটি করে আঁচড়ানো থাকুক এটা নাকি তিনি ভালবাসেন না। ‌
০৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে