শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০৪:৩২:৪১

আইনি মারপ্যাঁচে ‘বাজিরাও মাস্তানি’

আইনি মারপ্যাঁচে ‘বাজিরাও মাস্তানি’

বিনোদন ডেস্ক : শুটিং পর্ব শেষ। ট্রেলরও হিট। কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির প্রচারের কাজ। তাই আপাতত খোশ মেজাজে ‘বাজিরাও মাস্তানি’ টিম। কিন্তু এই সুখ বেশিদিন সহ্য হল না! আইনি জালে জড়ালেন ছবির পরিচালক সঞ্জয়লীলা বনশালি ও নায়ক রণবীর সিং! ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ও ৫০৪ ধারায় মামলা ঠুকে দিয়েছেন আইনজীবী ওয়াজিদ খান। পুনেতে শুটিং চলাকালীন তার সঙ্গে নাকি অভব্য আচরণ করেছেন ছবির সেটের দেহরক্ষীরা। ক্ষুব্ধ ওয়াজিদ বলেন, ‘পুনের সরকারি দফতরগুলোর মাঝখানে একটা জায়গায় শুটিং চলছিল। কিছু কাজের জন্য আমার একটা অফিসে যাওয়ার দরকার ছিল। হঠাৎ পিছন থেকে সঞ্জয় লীলা বনশালি চেঁচিয়ে ওঠেন ‘ইয়ে কালা কোটওয়ালা কউন হ্যায়?’ আমি জানিয়েছিলাম শুটিং দেখতে আসিনি। কিন্তু বাউন্সাররা আমার কলার চেপে ধরে ধাক্কা মেরে বের করে দেন। পরে রণবীর বলেন এই ধরনের লোকেদের যেন সেটে ঢুকতে দেওয়া না হয়।’ তবে এই বিষয়ে এখনও মুখ খোলেননি নায়ক-পরিচালক দু’জনেই। কিন্তু সঞ্জয় লীলা বনশালির মুখপাত্র জানিয়েছেন, ‘পুনের ভর রাজওয়াড়া আদালতে ‘বাজীরাও মস্তানি’-র শুটিং হয়েছিল এটা সত্যি। তবে ‘বাজিরাও মস্তানি’-র ক্রু অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গেই পরিস্থিতি সামলেছে। কারও সঙ্গেই অভব্য আচরণ করা হয়নি’। ১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে