বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিলেন ড. শাহরুখ খান
বিনোদন ডেস্ক : পর্দায় নায়ক হিসেবেই তাকে সকলেই দেখতে পান। তবে শুধু পর্দায় নয় এবার বাস্তবের নায়ক রূপের স্বীকৃতিও পেলেন তিনি। ‘বলিউড বাদশা’ উপাধি অনেক আগেই পেয়েছেন শাহরুখ খান। এছাড়া তার কাজ ও দক্ষতার জন্য তাকে ‘শের’ (সিংহ) বলেও ডাকে অনেকে। সমাজের মঙ্গলজনক নানা কাজে তিনি নিজেকে জড়িয়ে রাখেন৷ আর সেই কাজের জন্যই এবার স্বীকৃতি পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে তাকে দেওয়া হল ডক্টরেট উপাধি৷
গত বৃহষ্পতিবার যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় মানবপ্রেমের জন্য তাকে এই সম্মাননা দিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে সাহরুখের এ স্বীকৃতি নতুন কিছু নয়৷ তবে সারা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ থেকে দার্শনিকরা যে ঐতিহ্যের অংশ, সে পথের অনুসারী হতে পেরে আপ্লুত বলিউড বাদশা৷ স্বীকৃতি পাওয়ার পর সে কথাই জানিয়েছেন তিনি৷ আনুষ্ঠানিক স্বীকৃতিপর্ব মেটার পর ছাত্রছাত্রীদের সামনে নিজের জীবনের কথা তুলে ধরেন তিনি৷ দেশে প্রায় সকলেই জানেন তার কথায় শাহরুখ কতখানি রসিক৷ তাছাড়া নিজের কাজে তিনি যেভাবে ‘ফোকাস’ ধরে রাখেন, যেভাবে ‘নেগেটিভিটি’ ছাপিয়ে ‘পজিটিভ’ থাকেন তা তরুণ প্রজন্মের কাছে নিঃসন্দেহে শিক্ষণীয়৷ এদিন ছাত্রছাত্রদের সামনে সে কথাই তুলে ধরছিলেন তিনি৷
শাহরুখ খান জানান, ‘অনেকেই ভাবেন সিনেমার নায়কদের ঘটনাচক্রে স্টার হয়ে ওঠা ছাড়া আর কিছু নেই৷ কেন যে সিনেদুনিয়ার লোকেদের সকলে বোকা ভাবেন তিনি জানেন না৷ তবে নিজের কাজে তিনি বরাবর তা ভেঙে বেরবার চেষ্টা করেছেন’। তার অভিনীত সিনেমাগুলোর উদাহরণ দিয়েই তিনি ছাত্রছাত্রীদের জানিয়ে দেন জীবন থেকে পাওয়া তার শিক্ষার কথা৷
বক্তৃতা দেওয়ার পর শাহরুখ তার টুইটারে লিখেছেন, ‘এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে আজ আমার বক্তৃতা ছিলো জীবন ও শিক্ষা নিয়ে। আর এর মাধ্যমে আমি আমার জীবনের সবচাইতে বড় শিক্ষা গ্রহণ করেছি। সত্যিই এটা জাদুর মতো।’
জীবনের নানা ওঠাপড়ার কথাগুলো সঙ্গে নিজের ছবির নাম মিশিয়ে শারুখ খুব কৌশলেই বলিউকে তুলে ধরেন বিদেশের মাটিতে৷ বক্তৃতার শেষ লাইনেও ছিল চমক৷ সামনের সারিতে বসা প্রোফেসরদের তিনি লুঙ্গি ডান্স করতে ডাকেন৷ যদিও প্রফেসররা তা কতটা বুঝেছেন তা নিয়ে সন্দেহ থেকেই যায়৷ তবু ডঃ শাহরুখ খানের কথার খেই ধরতে পারলে বলিউডকেই যে চিনতে পারবেন তারা তা নিয়ে কোনও সন্দেহই নেই৷
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�