শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৫:৫২:৩৭

মাঝ রাস্তায় গাড়ি আটকে জনপ্রিয় নায়িকাকে শ্লীলতাহানি!

মাঝ রাস্তায় গাড়ি আটকে জনপ্রিয় নায়িকাকে শ্লীলতাহানি!

বিনোদন ডেস্ক : শুটিং থেকে ফেরার পথে মাঝ রাস্তায় ভারতের দক্ষিণে ছবির জনপ্রিয় নায়িকার গাড়ি আটকানো হলো। জোর করে গাড়িতে উঠে ছবি তোলা শুরু করল কিছু যুবক। এমন ঘটনা ঘটেছে ভারতের মালয়ালম ছবির জনপ্রিয় অভিনেত্রী ভাবনার সঙ্গে। কেরালার এর্নাকুলামে তাকে অপহরণ করে হেনস্থা করার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে জোর করে তার ছবি এবং ভিডিও তোলা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধরা হলো তার সাবেক গাড়িচালককে।

জানা গেছে, শুটিং থেকে ফেরার পথে একটি টেম্পো ভাবনার গাড়ির পিছু নেয়। আথানিতে নেদুমবাসারি বিমানবন্দরের কাছে তার গাড়িতে ধাক্কা দেয় টেম্পোটি। ঝামেলা শুরু হলে একজন চালককে ঠেলে ঢুকে পড়ে তার গাড়িতে। চালককে পাশে বসিয়েই দেড় ঘণ্টা ধরে গাড়ি ঘোরাতে থাকে। গাড়িতে জোরজবরদস্তি তার ছবিও তোলা হয়। এর পর পালারিভাত্তমে গাড়ি ফেলে পালায় অভিযুক্তরা।

ঘটনাস্থলের কাছেই এক প্রযোজকের বাড়ি আছে। ভাবনা নিজে গাড়ি চালিয়ে তার বাড়িতে যান। তারা পুলিশকে গোটা বিষয়টি জানান। অপহরণ, শ্লীলতাহানির এফআইআরও দায়ের করা হয়েছে। জানা গেছে, চালক মার্টিন মাত্র এক দিনের জন্য তার গাড়ি চালিয়েছিলেন। সন্দেহভাজন আর এক চালক সুনীল ফেরার। তাকে ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

১৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে