শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:২২:০৯

এই ছোট্ট মেয়েটি এখন জনপ্রিয় নায়িকা! বলুন তো কে ইনি?

এই ছোট্ট মেয়েটি এখন জনপ্রিয় নায়িকা! বলুন তো কে ইনি?

বিনোদন ডেস্ক : স্কুল ড্রেস পরে ড্রইংরুমে দাঁডিয়ে মেয়েটি। পাশে টেবিলের ওপর রয়েছে পানির বোতল। চোখ সোজা ক্যামেরায়। ইনিই এখন বলিউেডর নামজাদা নায়িকা। নিজের ছোটবেলার ছবিটি সম্প্রতি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ইনি কে বলুন তো?

আপনার প্রথম ক্লু বি-টাউনে এই নায়িকা তুমুল ফ্যাশন সচেতন। আবার পারিবারিক সূত্রে অভিনয়টাও তার রক্তে। তাই 'প্রেম রতন ধন পায়ো'র মতো কর্মাশিয়াল ছবি হোক বা 'নীরজা'র মতো ভিন্ন ধারার ছবি, সব ছবিতেই দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। কি ধরতে পেরেছেন। ইনি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা সোনম কাপূর।

সম্প্রতি এ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, 'এই স্মৃতিচারণ আমার বেশ ভাল লাগে। বড় হওয়ার পথে যে বাধা তা ভুলিয়ে দেয় এ সব স্মৃতি।' ছোট্ট সোনমের এই ছবি দেখে বি-টাউনের অনেকেই বলছেন, সত্যিই হয়তো এ ভাবে সকলেই বিভিন্ন বাধা ভুলতে চান।

পারিবারিক ভাবেই বলিউডের সাথে তার এক রক্তের সম্পর্ক। বলিউডের কাপুর পরিবারের সন্তান তিনি। বিখ্যাত অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনাম। সব মিলেয়ে রক্তের সাথে মিশে আছে অভিনয়। ইতিমধ্যেই ১৬টির সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি।
১৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে