সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৩৬:৫৫

এফডিসি ভেঙে বাণিজ্য কেন্দ্র গড়ার পরিকল্পনা

এফডিসি ভেঙে বাণিজ্য কেন্দ্র গড়ার পরিকল্পনা

বিনোদন ডেস্ক: লোকসানে ডুবতে বসা রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ভেঙে বাণিজ্য কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চলচ্চিত্রসেবীদের চিরচেনা খোলা মাঠ, টিনশেড ঘর, সুইমিং পুল-সবই মিলিয়ে যাবে বিশাল অট্টালিকার গর্ভে। ইতোমধ্যে ৩২০ কোটি টাকার প্রকল্প প্রণয়ন করা হয়েছে। সরকারের অর্থায়ন মিললেই শুরু হবে ভাঙার কাজ।

 
ইতোমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে এফডিসির ভেতরে মূলফটক সংলগ্ন পুরোনো এডিটিং মাঠ, এডিটিং ভবন, ৩, ৪ ও ৫ নম্বর শ্যুটিং ফ্লোর। ১৫ তলা বিশিষ্ট হবে নতুন এই বিএফডিসি কমপ্লে­ক্স। এতে শপিং কমপ্লে­ক্স, ফুডকোর্ট, আবাসিক হোটেল, ২ টি সিনেপ্লেক্স, থ্রি-ডি থিয়েটার, শ্যুটিং ফ্লোর, মিডিয়া হাবসহ চলচ্চিত্র বিষয়ক অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে। ভবনের নকশা,বাজেট ও পরিকল্পনার কাজ শেষ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের টেবিল থেকে যাবে একনেকের সভায়। সেখানে অনুমোদিত হলেই শুরু হবে নির্মাণের কাজ।

 
এফডিসির কর্মকর্তারা জানান, ২০১২ সালের ১১ নভেম্বর বিএফডিসি পরিচালনা পর্ষদের সভায় ভবন নির্মাণ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। এরপর ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি বিএফডিসি পরিচালনা পর্ষদের সভায় ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়। এফডিসি কর্তৃপক্ষের দাবি, বহুতল ভবন হলে সংস্থাটির আয় বাড়বে এবং শ্যুটিং ফ্লোরের অভাবও দূর হবে।

 
এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান, গণপূর্ত মন্ত্রণালয় এফডিসির ভেতরে মূল ফটকসংলগ্ন পুরোনো এডিটিং মাঠ, এডিটিং ভবন, ৩ ও ৪ নম্বর শুটিং ফ্লোর বাতিল ঘোষণা করেছে। সেখানে ১৫ তলাবিশিষ্ট এফডিসি কমপ্লেক্স তৈরি হবে। চারটি শ্যুটিং ইউনিট করা হবে। দুটি সিনেপ্লেক্স থাকবে। ভবনের নকশাও তৈরি করা হয়েছে। তিনি বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এফডিসিতে শ্যুটিংয়ের জন্য মোট ৯টি ফ্লোর রয়েছে। কিন্তু এখানে যে কেউই এসে দেখতে পাবে মাত্র দুটি ফ্লোরে শ্যুটিং চলে। তারপরও সেগুলো নিয়মিত না। বাকি ফ্লোরগুলো সব ফাঁকা।

 
এফডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো.আয়ুব আলী বলেন, এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৩২০ কোটি টাকা।  ৯৪ কাঠা জমির ওপর করা হবে বিএফডিসি কমপ্লেক্স। ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের প্রজেক্টরে এই কমপ্লে­ক্সের ডামি দেখানো হয়েছে।
 

এদিকে চলচ্চিত্র নির্মাতারা অভিযোগ করেছেন, এফডিসিকে বাণিজ্যিকীকরণ করার অপচেষ্টা চলছে। চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করার এক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে এই ভাঙা-গড়া প্রকল্পে। এখানে শপিং কমপ্লেক্স হলে বহিরাগতদের আনাগোনা বাড়বে। নানারকম সমিতি গড়ে উঠবে। নেতিবাচক প্রভাব পড়বে চলচ্চিত্র নির্মাণের ওপর।
২৭ ফেব্রুয়ারী ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে