মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:২৭:০০

সানি লিওনের জীবনের এই তথ্য আগে কেউ জানেন নি

সানি লিওনের জীবনের এই তথ্য আগে কেউ জানেন নি

বিনোদন ডেস্ক: সানি লিওন কীভাবে ভারতীয় সিনেপ্রেমীদের চোখে তারকা হয়ে উঠলেন? এই প্রশ্নের উত্তরে নানা জন নানা মত দিয়েছেন। কেউ উত্তরে এনেছেন 'বিছানা', কেউ বা 'শরীর' কেউ বা সানির সাবেক ক্যারিয়ারকেই সানির তারকা হওয়ার মূল মন্ত্র হিসেবে বেছে নিয়েছেন।

তবে সবাই যে এই উত্তরগুলোতে একমত হয়েছেন, তেমনটা একেবারেই নয়। আর এই উত্তরগুলোর সঙ্গে যুক্তিবোধের যে কোনও মিল নেই, কেবল মন গড়া ভ্রান্ত কিছু ধারনা মানুষের মধ্যে রয়েছে তা প্রমাণ করেছে সানি লিওনকে তৈরি তথ্যচিত্র।

সদ্য দিলীপ মেহেতা পরিচালিত তথ্যচিত্র 'মোস্টলি সানি'তে এমন অনেক তথ্যই উঠে এসছে যেখানে সানির জীবনের অন্দরমহল একেবারে জনসমক্ষে এসেছে, যা আগে হয়ত কেউ জানেন নি। পাঞ্জাবী পরিবার যেভাবে সানিকে অস্বীকার করেছিল তারপর জীবনে যেভাবে ফিরেছেন তিনি, তা একটা জীবন্ত কাব্যগ্রন্থই বটে।

সানির জীবনের চড়াই উতরাইয়ের নানান অধ্যায়ের মধ্যে অন্যতম একটি, বলিউড চ্যাপ্টারে সানির প্রবেশের পিছনে রয়েছে 'বিগ বস'।

জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো 'বিগ বস'ই প্রথম সানি লিওনকে গোটা ভারতের কাছে শিরোনাম করে তোলে। মোবাইল কিংবা ডেস্কটপের নিষিদ্ধ ফোল্ডার বন্দি সানি হঠাৎ খবরের কাগজের পাতায় চলে আসেন। বিগ বসের বাহির দরজা দিয়ে পা রাখতেই বলিউডের দরজা খোলা, বাকিটা এখন ইতিহাস। আলাদা করে বলার অপেক্ষাই রাখে না।
২৮ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে