‘বাহুবলী’র সেঞ্চুরী!
বিনোদন ডেস্ক : নির্দিষ্ট কোন অঞ্চল বা প্রদেশের ছবি হিসেবে নয়, পুরো ভারতীয় ছবির ইতিহাসকে তাক লাগিয়ে ২০১৫ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত অন্যতম সাড়া জাগানো ছবির নাম ‘বাহুবলী’। আর ছবিটি আড়ম্বরপূর্ণভাবে ভারতীয় দর্শক সিনেমা হলেই নেচে গেয়ে আর উন্মাদনায় পালন করল ‘বাহুবলী’ মুক্তির ১০০ তম দিন বা সেঞ্চুরী ডে!
একটি সিনেমার মূল ভিত্তি আসলে শেষ পর্যন্ত ছবিটির দর্শকই। দর্শকের জন্যই নির্মাতা প্রযোজক মিলে একটা ভালো ছবি নির্মাণ করেন। দর্শক যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে সেই ছবির যত শিল্পমূল্যই হোক না কেন কোনো মূল্য নেই। আর যদি দর্শক ছবিটি পছন্দ করেন, তাহলেতো আনন্দের সীমা নেই! তেমনি দর্শকপ্রিয় একটি ছবির নাম ‘বাহুবলী’। চলতি মাসের জুলাইয়ে মুক্তি পাওয়া ভারতীয় ইতিহাসে জায়গা করে নেয়া ছবি ‘বাহুবলী’ পৌঁছালো মুক্তির ১০০তম দিনে। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখলো খোদ দর্শকরাই!
জানা গেছে, তামিল ও তেলেগুর বেশকিছু সিনেমা হলে এখানো টানা চলছে ‘বাহুবলী’। কোথাও কোথাও বিরতি দিয়ে ফের সিনেমায় ‘বাহুবলী’-কেই প্রদর্শন করা হচ্ছে। এরইমধ্যে ‘বাহুবলী’ মুক্তির ১০০তম দিন উদযাপনে ব্যস্ত হয়ে পড়েছেন দর্শকেরা। তারাই নিজ উদ্যোগে ‘বাহুবলী’র সেঞ্চুরি উদযাপন করতেন। ‘বাহুবলী’ মুক্তি পেয়েছে চলতি মাসের ১০ জুলাই। মুক্তির প্রথম সপ্তাহেই ভারতীয় ছবির ইতিহাসে প্রায় সব রেকর্ডই ছাড়িয়ে যায় ছবিটি। এ পর্যন্ত ‘বাহুবলী’ আয় করেছে ৬০০ কোটি রুপিরও বেশী। যা ভারতীয় সিনেমায় বিরল।
অন্যদিকে ছবিটি ভিনদেশেও প্রদর্শনীর ব্যবস্থা করছেন ‘বাহুবলী’ বিজনেস ডিস্ট্রিবিউটর। এরইমধ্যে নাকি চীনে প্রায় পাঁচ হাজার সিনেমায় ‘বাহুবলী’ প্রদর্শন বিষয়ে পাকাপাকি সিদ্ধান্তও করে ফেলেছেন তারা। যদি ‘বাহুবলী’ চীনে প্রদর্শিত হয়ই, তাহলে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের ‘পিকে’র পর বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে ভারতীয় ছবির ইতিহাসে ‘বাহুবলী’-ই হবে দ্বিতীয় ছবি।
উল্লেখ্য, মেধাবী নির্মাতা এস এস রাজামউলে চলতি বছরের জুলাইয়ে মুক্তি দিয়েছেন ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘বাহুবলী দ্য বিগিনিং’। ছবিতে নাম চরিত্রে অভিনয় করে পুরো ভারতে সাড়া ফেলে দিয়েছেন তামিল অভিনেতা প্রভাষ। ঐতিহাসিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত ‘বাহুবলী’র পরের অংশ আসছে ২০১৬ ‘বাহুবলী দ্য কনক্লোশন’।
১৮ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�