শনিবার, ০৪ মার্চ, ২০১৭, ০৫:৫৯:২২

এই ছেলেটি এখন নামকরা নায়ক, চিনতে পারছেন?

 এই ছেলেটি এখন নামকরা নায়ক, চিনতে পারছেন?

বিনোদন ডেস্ক: ছবির ছেলেটির বয়স বছর পাঁচেক। বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ শিশু চরিত্র মানেই দেখা যেত এই পরিচিত মুখ। নায়কের ছোটবেলা হোক অথবা নায়কের ছেলে— অধিকাংশ পরিচালকের প্রথম পছন্দ ছিল এই ছেলেটি। তবে তা আজ থেকে প্রায় ২৭-২৮ বছর আগের টলিউডে।

এখন ছেলেটির বয়স ৩৩। আজ শনিবারই তাঁর জন্মদিন। ছোটবেলার পছন্দের অভিনয়ই আজ তাঁর পেশা। তবে নায়কের ছোটবেলা নয়, আজ তিনি নিজেই নায়ক। টলিউডে বহু কর্মাশিয়াল ছবিতে তাঁকে বাজি রেখেই পয়সা ঢালেন পরিচালক। কোয়েল, শ্রাবন্তী, মিমি— প্রথম সারির সব নায়িকাদের সঙ্গেই কাজ করেছেন। ইনি কে বলুন তো?

অভিনয়ের পাশাপাশি এখন তাঁর জীবনে জড়িয়ে রয়েছে রাজনীতিও। একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়ালেও হেরে গিয়েছেন। কিন্তু দলের যে কোনও অনুষ্ঠানে হাজির থাকেন।

এ বার নিশ্চয়ই বুঝতে পারছেন, ছবির এই ছোট ছেলেটি আজকের কোন নায়ক? ঠিকই ধরেছেন। ইনি সোহম। আজ সোহমের জন্মদিন।-আনন্দবাজার
০৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে