রবিবার, ০৫ মার্চ, ২০১৭, ০৭:২৯:৩৮

দক্ষিণে নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি ফাঁস করলেন গায়িকা!

দক্ষিণে নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি ফাঁস করলেন গায়িকা!

বিনোদন ডেস্ক : দক্ষিণ ফিল্ম দুনিয়ার শোরগোল ৷ তাও আবার ট্যুইটারে ফাঁস হওয়া জনপ্রিয় নায়ক-নায়িকার অন্তরঙ্গ ছবি নিয়েই তুমুল হট্টগোল৷ গোটা কাণ্ড-র দোষ গিয়ে পড়েছে গায়িকা সুচিত্রা কার্তিকের কাঁধে ৷

গপ্পোটা হল, গায়িকা সুচিত্রা কার্তিকের ট্যুইটার প্রোফাইলে সম্প্রতি শেয়ার হয়েছে দক্ষিণী নায়ক ধনুশের অন্তরঙ্গ কিছু ছবি ৷ তবে শুধুই ধনুশ নন, এই তালিকায় রয়েছেন ত্রিশা ও হংসিকা মোতয়ানির ছবিও ৷

গোটা দক্ষিণী ছবির দুনিয়ায় রটেছে কিছুদিন আগে নাকি গায়িকা সুচিত্রার সঙ্গে খুবই বাজে ব্যবহার করেন ধনুশ ও তাঁর টিম ৷ আর তা থেকে বদলা নিতেই এই ধরণের ছবি ট্যুইটারে আপলোড করেছেন সুচিত্রা !

তবে এই ধরণের অভিযোগকে একেবারেই উড়িয়ে দিয়েছেন গায়িকা সুচিত্রা ৷ তার কথায়, ‘আমার ট্যুইটার প্রোফাইল হ্যাক করা হয়েছে !’

তবে অনেকের মতে, ট্যুইটার প্রোফাইল হ্যাক করা হলেও, অন্তরঙ্গ ছবি গুলো কোথা থেকে এল ? প্রশ্ন উঠেছে সেখানেই! অন্যদিকে ট্যুইটারে এই ধরণের ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন অভিনেতা ধনুশ ৷
০৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে