রবিবার, ০৫ মার্চ, ২০১৭, ০৭:৫৪:৪২

ছবির প্রচারে নীল আমস্ট্রংয়ের সঙ্গে চাঁদে অনুষ্কা!

ছবির প্রচারে নীল আমস্ট্রংয়ের সঙ্গে চাঁদে অনুষ্কা!

বিনোদন ডেস্ক : ১৯৬৯ সালের সেই ঐতিহাসিক দিন। নীল আমস্ট্রং পা রাখলেন চাঁদের মাটিতে। পুঁতে দিলেন আমেরিকার পতাকা। ঐতিহাসিক এই ঘটনার কথা নিশ্চয়ই জানেন। কিন্তু ভুল জানেন আপনি। নীল আমস্ট্রং একা নন। তার সঙ্গে সেই মুহূর্তে চাঁদের মাটিতে হাজির ছিলেন অনুষ্কা শর্মাও!

অবাক হচ্ছেন তো? কিন্তু এটাই সত্যি। তার প্রমাণ হিসেবে রয়েছে একটি ছবিও। তবে বলা ভাল অনুষ্কারূপী 'শশী' সে দিন ছিলেন আমস্ট্রংয়ের সঙ্গে। গুলিয়ে যাচ্ছে তো? তা হলে বিষয়টা একটু খুলে বলা যাক।

অনুষ্কার আসন্ন ছবি 'ফিলাউরি'তে তার চরিত্রের নাম শশী। শশী এখানে একজন ভূত। সে কারণেই সে দিন আমস্ট্রংয়ের সঙ্গে চাঁদের মাটিতে হাজির থাকতে পেরেছিলেন শশী। 'শশী ওয়াজ দেয়ার'- এমনই একটি হ্যাশট্যাগ দিয়ে একটি ছবি অনুষ্কা শেয়ার করেছেন সোশ্যাল ওয়ালে।

যেখানে দেখা যাচ্ছে নীল আমস্ট্রংয়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন 'শশী'। ঠিক যেমন এর আগে অস্কারের মঞ্চে উপস্থিত না থেকেও শশীর উপস্থিতির জানান দিয়েছিলেন অনুষ্কা। আদতে এ হল ছবির প্রচার। তাকেই কোন ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়া যায় তাই দেখাল টিম 'ফিলাউরি'।
০৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে