রবিবার, ০৫ মার্চ, ২০১৭, ০৯:৩১:০৬

আমি আমার শরীর নিয়ে গর্বিত : সোনম কাপুর

আমি আমার শরীর নিয়ে গর্বিত : সোনম কাপুর

বিনোদন ডেস্ক : 'ওয়ার্ডরোব ম্যালফাংশন' বলিউেড নতুন নয়। কখনও কারিনা কাপূর, কখনও বা দীপিকা পাডুকোন এর শিকার হয়েছেন। এ বার টার্গেটে সোনম কপূর। ঘটনাটি ঠিক কী? গত বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অস্বস্তিকর অ্যাঙ্গেল থেকে সোনম কাপূরের ছবি তোলেন এক চিত্র সাংবাদিক।

যাতে ওই বিশেষ ছবিটি নিয়েই খবর হতে পারে। সে দিন একটি জাম্পশ্যুট পরেছিলেন নায়িকা। ওই চিত্রগ্রাহকের উদ্দেশ্য বুঝতে পেরেই সকলের সামনে তাকে জবাব দেন সোনম। একহাত নেন মিডিয়াকেও।

তিনি বলেন, ''আমি যে পোশাক পরেছি, তাতে আমি যথেষ্ট স্বচ্ছন্দ। এই অনুষ্ঠানে আমি অনেক কিছুই বলব, কিন্তু আপনারা শুধু ওই ছবিটা নিয়েই খবর করবেন।'' পরে নায়িকা টুইট করেন, ''আমি আমার শরীর নিয়ে গর্বিত। ওই ছবি বেরোলেও আমার কিছুই যায় আসে না।''

কয়েক বছর আগে অদ্ভুত অ্যাঙ্গেল থেকে ছবি তোলার জন্য মিডিয়ার ওপর রেগে গিয়েছিলেন দীপিকা পাডুকোনও। একটি দৈনিকে পাবলিশ হওয়া ওই ছবির স্ক্রিন শট নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীপিকা লেখেন, ''নারীশক্তি নিয়ে আপনারা কোনও কথাই বলবেন না, কারণ আপনারা মেয়েদের সম্মান দিতে জানেন না।''

০৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে