রবিবার, ০৫ মার্চ, ২০১৭, ১১:২৫:৫৮

সোফিয়ার বিয়ের অতিথি শিব ঠাকুর ও গৌতম বুদ্ধ

সোফিয়ার বিয়ের অতিথি শিব ঠাকুর ও গৌতম বুদ্ধ

বিনোদন ডেস্ক : আত্মশুদ্ধির জন্য সন্ন্যাস নিয়েছিলেন বহু চর্চিত মডেল সোফিয়া হায়াত। ঘোষণা করেছিলেন কোনওদিন আর সংসারী হবেন না। চিত্তশুদ্ধি কতটা হয়েছে জানা নেই, তবে চিত্ত চঞ্চল যে হয়েছে তা বোঝাই গিয়েছিল মাস কয়েক আগেই।

ইনস্টাগ্রামে এক পুরুষের ছবি পোস্ট করে জানান দিয়েছিলেন সন্ন্যাস ত্যাগ করে ফের সংসারি হচ্ছেন তিনি। তার দিন কয়েকের মধ্যেই আরও একটি ফেসবুক পোস্টে তিনি জানান হবু স্বামীর সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু সোফিয়ার বিয়ের অতিথি তালিকাতেই রয়েছে সবচেয়ে বড় চমক।

সেই তালিকার শীর্ষে রয়েছেন মহাদেব। একই সঙ্গে সেই তালিকায় বিরাজমান রাখি সাওয়ন্তও।  ইনস্টাগ্রাম পোস্টে বিয়ের দিন নির্দিষ্ট করা না থাকলেও মার্চের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেই যে দুই হাত এক হচ্ছে তা নিশ্চিত করেছেন। কিন্তু অতিথি তালিকায় হঠাৎ শিব ঠাকুর এলেন কেন ?‌ তার জবাব ইনস্টাগ্রামেই দিয়েছেন সোফিয়া। প্রভু যিশুর নির্দেশেই নাকি এই সিদ্ধান্ত জানিয়েছেন মডেল টার্নড সন্ন্যাসিনী। চমকের এখানেই শেষ নয়, শিব ঠাকুরের সঙ্গে নাকি গৌতম বুদ্ধকেও আমন্ত্রণ করেছেন তিনি।  

০৫ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে