বিনোদন ডেস্ক : ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘শিকারী’ দিয়ে কলকাতার দর্শকদের শিকার করেছেন জনপ্রিয় নায়ক শাকিব খান, পেয়েছেন জনপ্রিয়তাও। সেই জনপ্রিয়তাকে পুঁজি করে শাকিব খান অভিনীত ‘সবার উপরে তুমি’ ছবিটি এবার হিন্দিতে ডাবিং করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) সেটা ইউটিউবে প্রকাশও করা হয়েছে। সেখানে অবিকল শাকিবের কথাগুলো হিন্দিতে ডাবিং করা হয়েছে।
সেখানে ‘সবার উপরে তুমি’ ছবির নাম পরিবর্তন করে দেয়া হয়েছে ‘হ্যালো জিন্দেগি’। এটি মূলত ২০০৯ সালে নির্র্মিত ‘সবার উপরে তুমি’র হিন্দি ডাব। যৌথ প্রযোজনার ছবিটি ২০১০ সালে কলকাতায় মুক্তি পায় ‘আমার ভাই আমার বোন’ নামে। পরিচালনা করেছেন এফ আই মানিক।
ছবিতে শাকিবের বিপরীতে ছিলেন কলকাতার স্বস্তিকা মুখার্জী। আরো অভিনয় করেন ভিক্টর ব্যানার্জী, উজ্জ্বল, সুচরিতা, মিশা সওদাগর।
বর্তমানে শাকিব খান আছেন কলকাতায়। সেখানকার স্থানীয় একটি তরুণ সংঘের আমন্ত্রণে স্টেজ শো পারফর্ম করতে গেছেন। স্থান- পলাশী সুগার মিল ফুটবল ময়দান, পলাশী, নদিয়া পশ্চিমবঙ্গ। মঙ্গলবার সন্ধ্যায় সাতটায় জমকালো আয়োজনে নেচে নদিয়া মঞ্চ মাতাবেন ঢাকার সেরা নায়ক।
০৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস