সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫, ০১:২০:০৩

সেলফিতে শ্রাবন্তীর রেকর্ড

সেলফিতে শ্রাবন্তীর রেকর্ড

বিনোদন ডেস্ক : রূপ বদলাচ্ছে পুজোর আড্ডা। থিম পুজোর রমরমার সঙ্গে তাল মিলিয়ে পাল্টে যাচ্ছে বাঙালির আড্ডার ধরনও। ম্যাডক্স স্কোয়ারে বন্ধুর সঙ্গে বাদাম খেতেখেতে নস্টালজিয়ায় ভেসে বেড়ানোর দিন শেষ৷ এবার আড্ডাই হবে লড়াইয়ের আবহাওয়ায়৷ বন্ধুর মুখোমুখি বন্ধু৷ বৌদি ভার্সেস ননদ, জামাইবাবুর বনাম শালা। আর এই শারদ যুদ্ধের ঘোষণা করছে ‘ডলার’ ‘পুজোর ছন্দে মাতো আনন্দে’ পাড়া প্রতিযোগিতা। মহালয়ার ঠিক দু’দিন আগেই ‘কাটমুন্ডু’ টিমের উপস্থিতিতে প্রতিযোগিতার পর্দা উন্মোচন হল৷ ছিলেন রাজ চক্রবর্তী, শ্রাবন্তী, আবির ও রুদ্রনীল ৷ নতুন পোশাক, খাওয়াদাওয়া, রাত জেগে ঠাকুর দেখা থেকে আড্ডা মারা। পুজোর ছুটিতে বাঙালি সবচেয়ে বেশি উপভোগ করে নির্ভেজাল আড্ডা। আড্ডাবাজ বাঙালির আড্ডার আসর বসে পাড়ার পুজো, বাড়ির পুজো, আবাসনের পুজো-সব মণ্ডপে। আর এই রকম ২৪ টি মন্ডপ ঘুরে ঘুরে পাড়ার সেরা ঢাকিয়া, সেরা ধুনুচি নাচুনে ও সেরা শঙ্খবাদক খুঁজে বার করবে ‘ডলার’। ডলার-এর ম্যানেজিং ডিরেক্টর বিনোদ গুপ্তার কথায়, দুর্গা পুজো শুধু বাঙালির কাছে নেহাতই পুজো নয়। এটা অশুভর প্রতি শুভর জয়। এই চারদিন সমস্ত বাঙালি মেতে ওঠে আনন্দে।আর এই আনন্দ আরও বাড়িয়ে তুলতেই আমাদের এই ছোট্ট প্রয়াস৷ শুধু পাড়ায়-পাড়ায়, মণ্ডপে মন্ডপে নয়, পুজোর ছন্দে মাতবে সোশ্যাল মিডিয়াও। ‘পুজোর ছন্দে মাতো আনন্দে সেলফি কনটেস্ট’। যেখানে একটি সেলফি পোস্ট আর আপনি ডলার সেলফি কুইন। যদিও এদিন কাটমুন্ডুর পরিচালক রাজ বলছেন, সেলফি পুরষ্কারটা অনায়াসে শ্রাবন্তীকে দেওয়া যায়। কারণ ১০ মিনিটে ১০ বার সেলফি তোলার রেকর্ড নাকি ওর ঝুলিতেই আছে ১৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে