বিনোদন ডেস্ক : জি সিনে অ্যাওয়ার্ডে আমির, সালমান, শাহরুখ নন, অসাধারণ অভিনয় দিয়ে সেরার সেরা তকমা জিতে নিলেন বিগ বি। ‘পিঙ্ক’ ছবির জন্য জি সিনে অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে ভরলেন অমিতাভ বচ্চন। কিছু কঠিন সত্যি, জীবন্ত চরিত্র মিলিয়ে বছরের সেরা ছবি ছিল ‘পিঙ্ক’।
তবে সালমান খানের ভক্তরা তাকে হতাশ করেননি। গত বছর মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবিতে পাণ্ডেজির অভিনয় মনে ধরেছিল বলিউডের সিনেপ্রেমীদের। আর সেই সুবাদেই দর্শকদের বিচারে এ বছরের সেরা অভিনেতার শিরোপা পেয়ে গেলেন সালমান দাবাং খান।
শনিবার মুম্বাইয়ে জি সিনে অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে চাদের হাট বসেছিল। বি-টাউনের একঝাঁক তারকার উপস্থিতি ও পারফরম্যান্সে রঙিন হয়ে ওঠে পুরস্কারের অনুষ্ঠান মঞ্চ। প্রিয়াঙ্কা, দীপিকাকে পিছনে ফেলে ‘উড়তা পাঞ্জাব’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন বলিউডের নয়া সেনসেশন আলিয়া ভাট। আবার দর্শকরা সেরা হিসেবে বেছে নিলেন ‘সুলতান’ ছবির কুস্তিগির অনুষ্কা শর্মাকে।
আমির খান সেরা অভিনেতার পুরস্কার না পেলেও তার ছবি ‘দঙ্গল’ সেরা ছবির শিরোপা জিতে নিয়েছে। আর জুরিদের বিচারে গত বছরের সেরা ছবি হয়েছে ‘পিঙ্ক’। এদিকে, সেরা পরিচালকের পুরস্কারসহ মোট ছ’টি জি সিনে অ্যাওয়ার্ড ঝুলিতে ভরেছে সোনম কাপুর অভিনীত ‘নীরজা’। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ গানের জন্য সেরা গায়ক হয়েছেন অরিজিৎ সিং।
আগে এক নজরে জেনে নিন আর কোন ছবি ও অভিনেতা-অভিনেত্রী কী পুরস্কার পেলেন।
সেরা সহ-অভিনেতা: ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সনস)
সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (নিরজা)
সেরা মিউজিক: অ্যায় দিল হ্যায় মুশকিল
সেরা ডেবিউ পরিচালক: অনিরুদ্ধ রায়চৌধুরি (পিঙ্ক)
সেরা গান: চান্না মেরেয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল)
১২ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস