বিনোদন ডেস্ক: ছোট পর্দার অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ওয়াজেদ আলী সুমনের 'ফালতু' চলচ্চিত্রে দেখা যাবে এ দু'জনকে।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটি হতে যাচ্ছেন মোশাররফ করিম ও মাহিয়া মাহি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন।
তিনি জানান, 'ফালতু' চলচ্চিত্রের জন্য মোশাররফ করিমের সঙ্গে কিছুদিন আগেই তাদের চুক্তি হয়েছে। আর সম্প্রতি মাহিয়া মাহিও চুক্তি করেছেন। শিগগিরই এর দৃশ্যধারণ শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।
এই ছবিতে একজন ফালতু ও ঠগ চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। এর আগে ওয়াজেদ আলী সুমনের 'দবির সাহেবের সংসার' চলচ্চিত্রে অভিনয় করেছিলেন মাহি। তবে সুমনের পরিচালনায় এবারই প্রথম অভিনয় করবেন মোশাররফ।
এদিকে, ওয়াজেদ আলী সুমনের 'মনে রেখো' চলচ্চিত্রেও অভিনয় করবেন মাহি। এতে তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার বনি। অন্যদিকে, মোশাররফ এখন ব্যস্ত তৌকীর আহমেদের 'হালদা' ও নূর ইমরান মিঠুর 'কমলা রকেট' চলচ্চিত্রের কাজ নিয়ে।
১৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি