বিনোদন ডেস্ক : ‘সুলতান’ ছবির কুস্তিগীরের চেহারা থেকে ফের আগের মতো হওয়াটা বেশ কষ্টদায়ক। এমনটাই মনে করছেন বলিউড সুপারস্টার সালমান দাবাং খান। কিন্তু সেউ কষ্টই করতে হচ্ছে এখন তাকে।
‘সুলতান’ ছবির সময়ে কুস্তিগীর চরিত্রের প্রয়োজনে শরীরে ওজন চড়িয়ে চেহারা ভারী করেছিলেন সালমান। এবার পরবর্তী ছবির প্রয়োজনে ফের নিজের পুরানো চেহারায় তাকে ফিরতে হচ্ছে। এর জন্য প্রচুর পরিশ্রম করতে হচ্ছে চুলবুল পান্ডেকে।
‘সুলতান’ ছবিতে সালমানের দেহের ওজন ৯৬ কেজি ছিল। পরবর্তী ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’-এর জন্য এখন তাকে প্রায় ২০ কেজি ঝরাতে হয়েছে। এই প্রসঙ্গে দাবাং খান বলেন, ওজন কমিয়ে শারীরিক পরিবর্তন ঘটানো ভীষণই কষ্টদায়ক অভিজ্ঞতা।
আগামী জুন মাসে সালমানের অভিনীত আরেকটি ছবি ‘টিউবলাইট’ মুক্তি পেতে চলেছে। সালমান খান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন চীনা অভিনেত্রী চু চু। অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।
১৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস