সোমবার, ১৩ মার্চ, ২০১৭, ১১:০২:২৪

অক্ষয় কুমারের সঙ্গে ছবি করছি : জানালেন সালমান খান

অক্ষয় কুমারের সঙ্গে ছবি করছি : জানালেন সালমান খান

বিনোদন ডেস্ক : বছরের শুরুতে বলিউড পরিচালক করণ জোহর ঘোষণা করেছিলেন, তিনি সালমান খান ও অক্ষয় কুমারকে নিয়ে একটি ছবি করতে চলেছেন। যদিও, কিছুদিন পর ওই ছবি ঘিরে সংশয় তৈরি হয়। কারণ, খবরে প্রকাশ, সালমান খান নাকি ছবি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

যদিও, রোববার সব জল্পনার অবসান ঘটালেন ‘সল্লু মিঞাঁ’। দাবাং হিরো জানিয়ে দেন, (পিছিয়ে আসার) কোনও সম্ভাবনাই নেই। তিনি ভক্ত ও অনুগামীদের অনুরোধ করেন, গুজবে কান না দেওয়ার জন্য।

সালমান আশ্বাস দেন, অক্ষয় কুমারের সঙ্গে তিনি ছবি করবেন। টুইটারে তিনি লেখেন, গুজবকে নয়, আমাকে অনুসরণ করুন। এরসঙ্গেই নিজের ছবির সংলাপ-কে ধার নিয়ে ‘ভাইজান’ যোগ করেন, এক বার যা কথা দিয়েছি, তখন…..অক্ষয় কুমারের সঙ্গে অবশ্যই ছবি করছি।

কিছুক্ষণের মধ্যে টুইট করে সালমানকে উত্তর দেন অক্ষয় কুমারও। বলিউডের ‘খিলাড়ি বয়’ জানিয়ে দেন, এর থেকে সম্পর্ক সুদৃঢ় হয়। তোমাকে ও তোমার বাড়ির সবাইকে হোলির শুভেচ্ছা।

প্রসঙ্গত, প্রস্তাবিত ছবিটি যৌথভাবে প্রযোজনা করার কথা সালমান ও কর্ণের। ছবির পরিচালক অনুরাগ সিং। প্রধান চরিত্রে অক্ষয় কুমার। সম্ভাব্য মুক্তি আগামী বছর। এখানে বলে রাখা প্রয়োজন, এর আগে ২০০৩ সালে সালমান ও অক্ষয় একসঙ্গে ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে অভিনয় করেছিলেন।

১৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে