মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭, ০৩:১৭:৪২

প্রসেনজিতকে নিয়ে টুইট করলেন আমির খান

প্রসেনজিতকে নিয়ে টুইট করলেন আমির খান

বিনোদন ডেস্ক: অমিতাভ বচ্চনের পর আমির খান। একই কাজ করলেন এই দুই তারকা। আসলে দুজনই প্রসেনজিতকে নিয়ে টুইট করলেন।

বিরসা দাশগুপ্তের পরিচালনায় 'গ্যাংস্টার' এ নেগেটিভ চরিত্রে রয়েছেন প্রসেনজিত। ছবির ট্রেলার টুইট করে আমির লিখেছেন, 'অসাধারণ ট্রেলার প্রসেনজিত। টিমের সকলকে শুভেচ্ছা। ' এ ছবিতে প্রথমবার জুটি বাঁধলেন যশ দাশগুপ্ত ও নুসরাত। আমির ঘনিষ্ঠদের ছাড়া খুব একটা সোশাল মিডিয়ায় কমেন্ট করেন না। ফলে প্রসেনজিতকে নিজে থেকে শুভেচ্ছা জানানোর ফলে খুশি সকলেই। প্রসেনজিত পাল্টা টুইটে লিখেছেন, 'ধন্যবাদ। তোমার মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। যে সব সময় চ্যালেঞ্জ নিতে উৎসাহ দেয়। '

এর আগে টুইটে বিগ বি লিখেছিলেন, 'বাংলার তারকা প্রসেনজিত এবং বন্ধু…। '  ট্রেলার দেখে শুভেচ্ছা জানিয়েছে গোটা টলিউড। দর্শকদের বেশ পছন্দ হয়েছে। জানা গিয়েছে, প্রসেনজিত তার সব ছবির ট্রেলার পাঠান সৌমিত্র চট্টোপাধ্যায় এবং অমিতাভ বচ্চনকে। ভালো লেগেছে বলেই এই ছবিটা নিয়ে নাকি নিজে থেকেই টুইট করেছেন শাহেনশা। ঘনিষ্ঠ মহলে প্রসেনজিত জানিয়েছেন, এই টুইট তার কাছে বিরাট সম্মানের।
১৪ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে