শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭, ১০:৩৯:২৮

বাবা নায়ক রুবেল ও ছেলে নিলয়ের মধ্যে কঠিন বন্ধুত্ব

বাবা নায়ক রুবেল ও ছেলে নিলয়ের মধ্যে কঠিন বন্ধুত্ব

বিনোদন ডেস্ক: বাবা মাসুম পারভেজ রুবেল। ৩ মে ১৯৬০ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। বয়স কত? সেটার উত্তর দরকার নেই। সেসবকে তোয়াক্কা না করে এখনও তারুণ্য ধরে রেখেছেন। এখন পর্যন্ত প্রায়  আড়াই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।   

নায়ক রুবেল উন্মাদনার একটা যুগ ছিল, সে যুগে ভাটা পড়েছে। রুবেলের তারুণ্যে ভাটা পড়েনি। এখনো অভিনয় করে যাচ্ছেন। হাতে রয়েছে বেশ কয়েকটা চলচ্চিত্র। এখনো চলচ্চিত্রটা ধরে রাখতে চান। তাই তো রয়ে গেছেন এই জায়গায়।

রুবেল ছেলের বয়সেই পদার্পন করেছিলেন এই চিত্রজগতে।  কিন্তু ছেলে নিলয় পারভেজ চিত্রজগতের প্রতি আগ্রহী নন। কিন্তু বাবার সাথে দারুণ বন্ধুত্ব তার। বাবা মাত্র ২২ বছর বয়সে পরপর দুইবার যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৩ সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেন।

২৬ বছর বয়সে ১৯৮৬ সালে "লড়াকু" চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন।  নিলয় পারভেজ এখন ইংল্যান্ডে থাকেন।  সেখানেই পড়াশোনা করেন। অবশ্য ছেলের জন্য গর্বও কম নয় তাঁর।
১৭ মার্চ ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে