মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০১:২৩:৩৩

ভারতে গরুর মাংস নিষিদ্ধ, ক্ষুব্ধ বলিউড তারকারা

ভারতে গরুর মাংস নিষিদ্ধ, ক্ষুব্ধ বলিউড তারকারা

বিনোদন ডেস্ক : বাড়িতে গরুর মাংস রেখে খেয়েছেন, এমন অভিযোগ তুলে ভারতের উত্তর প্রদেশের দাদরি গ্রামে মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে বলে গুজব উঠেছে। এ ঘটনার পর ৯ অক্টোবর গরুর মাংস খাওয়ার অভিযোগে জাহিদ রসুল নামের এক কাশ্মিরির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গরু নিয়ে ঘটে যাওয়া এসব ঘটনার আঁচ লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বাদ পড়েননি বলিউড তারকারা। মহারাষ্ট্রে গরুর মাংস নিষিদ্ধের জেরে ফেসবুক ও টুইটারে করা তাদের কিছু মন্তব্য তুলে ধরা হলো- ফারহান আখতার: এ ধরনের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ঋষি কাপুর: এ ঘটনায় আমি ক্ষুব্ধ। তোমরা কেন খাবার দিয়ে ধর্মের তুলনা করো! আমি গরুর মাংস গ্রহণকারী হিন্দু। তার মানে এই নয় যে, গরুর মাংস না খাওয়া মানুষটির চেয়ে আমি কম ধার্মিক। আমি আমার মুসলিম বন্ধুদের মতোই তোমাদের এ কাজে হাসি আটকে রাখতে পারি না। রাভিনা ট্যান্ডন: আমি কোন খাবার খাব- এ নিয়ে নিশ্চয়ই কেউ জোর করতে পারে না। এটা একান্তই ব্যক্তিগত পছন্দ। শ্রুতি শেঠ: হাহাহাহা- এটা আমার প্রতিক্রিয়া। এমনটাই মনে হলো, যখন শুনলাম গরুর মাংস নিষিদ্ধ করতে যাচ্ছে মহারাষ্ট্র। উদয় চোপড়া: অবশেষে গরুর মাংস নিষিদ্ধ হচ্ছে। যাক অন্তত কিছুটা হলেও লাল মাংস আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় কমবে। আনুশকা শর্মা: আমি যেকোনও প্রাণিহত্যার বিরুদ্ধে। আর এ জন্য শুধু গরু নয়, কোনও প্রাণির মাংসই এখন আমি খাই না। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে