মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫, ০৪:০০:০০

শেষ হলো ওম ও জলির ‘অঙ্গার’

শেষ হলো ওম ও জলির ‘অঙ্গার’

বিনোদন ডেস্ক : যৌথ প্রযোজনার ছবি ‘অঙ্গার’ এর শুটিং শেষ হলো। ওয়াজেদ আলী সুমন ও বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া ও কলকাতার এসকে প্রোডাকশন প্রযোজিত এই ছবিটির দৃশ্যায়ন হয়েছে ঢাকা ও বান্দরবানে। এতে অভিনয় করেছেন কলকাতার ওম ও বাংলাদেশের নবাগত জলি। নির্মাতা সুমন বলেন, ‘আমার অন্যান্য সিনেমার চেয়ে অনেক বেশি গুছিয়ে কাজ করেছি অঙ্গারের। এমনকি নির্ধারিত সময়ের দু’দিন আগেই সব কাজ সুন্দররভাবে শেষ করেছি। অবিশ্বাস্য মনে হলেও কেবলমাত্র ইউনিটের সবার উদারতা আর কাজের প্রতি নিষ্ঠার কারণেই এটা সম্ভব হয়েছে। আসলে শিল্পীদের আগ্রহ, একাগ্রতা থাকলে চলচ্চিত্র নির্মাণ করা সহজ হয়ে যায়। সময় বাঁচলে কিন্তু বাজেটও কিছুটা কমে। আমার মনে হয় বিষয়টি আমাদের শিল্পীদেরও ভেবে দেখা দরকার।’ এফডিসিতে সকাল-বিকাল দুই শিফটে একটানা দুই সপ্তাহ কাজ করে সিনেমার বাকি অংশের শুটিং করে গত ১৫ সেপ্টেম্বর বান্দরবান যায় পুরো ‘অঙ্গার’ ইউনিট। সেখানকার ব্যতিক্রম সব লোকেশনে শুরুতে টানা দুই সপ্তাহ কাজ করা হয়। তারপর দ্বিতীয় দফায় সিনেমার চারটি গানের শুটিংও সম্পন্ন করার জন্য আবার বান্দরবান যায় অঙ্গার বাহিনী। চলতি সপ্তাহে ঢাকায় আসে তারা। জলি এবং ওম ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করছেন অমিত হাসান, মুম্বাইয়ের আশীষ বিদ্যার্থী, কলকাতার রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ অনেকেই। ২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে