বেডে শুয়ে শাওনকে যা বললেন নায়ক রিয়াজ
বিনোদন ডেস্ক : সোমবার শুটিং চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন নায়ক রিয়াজ। এরপর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়াত কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার শুটিংয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালের বেডে শুয়ে রিয়াজ নির্মাতা শাওনকে বলেছেন, ‘শাওন আপনার শুটিং আছে, আপনি যান’।
রিয়াজকে হাসপাতালে নিয়ে যাওয়ার এমন ঘটনা ফেসবুকে লিখেছেন নির্মাতা মাসুদ আখন্দ। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
‘কৃষ্ণপক্ষে’র সেটে বসে গল্প করছি পরিচালক মেহের আফরোজ শাওন এবং অভিনেতা ফেরদৌস ভাইয়ের সাথে। সেট রেডি অভিনেতা রিয়াজ ভাই ও মাহিয়া মাহি সেটে এলেই শুটিং শুরু হবে। এর মধ্যে একজন এসে জানালো রিয়াজ ভাই অসুস্থ এবং বমি করছেন। আমরা তিনজনেই দৌড়ে দোতলায় গেলাম।
দোতলায় একটা খাটে তিনি শুয়ে আছেন। আমরা জিজ্ঞাসা করতেই তিনি বললেন একটু খারাপ লাগছে, ঠিক হয়ে গেলেই শুটিং করবো। ফেরদৌস ভাই রিয়াজ ভাইয়ের গায়ে হাত দিয়ে দেখে বললেন, শরীর এতো ঠাণ্ডা কেন? এক্ষুনি হাসপাতালে নিতে হবে। আমি স্পর্শ করে দেখি ফ্রিজের ঠাণ্ডা পানির বোতলের মতো তার শরীর ঠাণ্ডা হয়ে আছে কিন্তু তিনি অনবরত ঘামছেন।
আমি আর ফেরদৌস ভাই ধরে রিয়াজ ভাইকে দ্রুত নিচে নামালাম এবং উত্তরা হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অ্যাম্বুলেন্সে করে এপোলো হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বললেন যে, আপনারা সঠিক সময়ে উনাকে নিয়ে এসে খুব ভালো করেছেন। এমন সময় রিয়াজ ভাই পরিচালককে বললেন, ‘শাওন আপনার শুটিং আছে, আপনি যান। আমি ঠিক হয়ে যাবো।’
পরিচালক কিছু না বলে বাইরে এসে ঢক ঢক করে অনেকটা পানি খেলেন। আমি প্রশ্ন করি, গুরপত্নি ভয় পেয়েছেন? তিনি দিশেহারা দৃষ্টিতে আমার দিকে তাকান। আমি নির্ভয়ের হাসি দেয়ার চেষ্টা করি। ওই যে দেখা যায় ফেরদৌস ভাই রিয়াজ ভাইকে ছায়ার মত আগলে আছেন।
রিয়াজ ভাইকে রেখে আমি যখন হাসপাতাল থেকে বেরিয়েছি তখন রিয়াজ ভাইকে একটি রিং পড়ানো হয়েছে। যতটুকু বুঝেছি তিনি বিপদমুক্ত। সিসিইউ’র সামনে আমাদের ইন্ডাস্ট্রির যত শিল্পী কলাকুশলী খবর পেয়েছেন সবাই চলে এসেছেন। রিয়াজ ভাইয়ের জনপ্রিয়তা সেটা অনেকের চোখের জল আমাকে বলে দিচ্ছিল প্রচণ্ডভাবে। দেশের বাইরে থেকে এই জনপ্রিয়তা ঠিকভাবে বোঝা যায় না।
আমার বিশ্বাস রিয়াজ ভাই খুব দ্রুত সুস্থ হয়ে কৃষ্ণপক্ষের কাজ শেষ করবেন ইনশাল্লাহ। এই লেখাটি কিছু অদ্ভুত অদ্ভুত আজগুবি নিউজ দেখে লিখলাম। না জেনে আজগুবি কথাগুলো কেনো পত্রিকা লিখছে আমি বুঝতে পারছি না। বাংলাদেশের মানুষগুলোই বুঝি এমনই অদ্ভুত।
অ্যাম্বুলান্সের ড্রাইভার উত্তরা থেকে বসুন্ধরা যাওয়ার পথে আমার সাথে অভিনেতা মান্নার মৃত্যু কাহিনী বর্ণনা শুরু করলো। এর সাথে রিয়াজ ভাইয়ের বর্তমান ঘটনার কতটুকু মিল সেটা বুঝাচ্ছিল। কারণ একই ড্রাইভার অভিনেতা মান্নার সময়েও ছিলেন।
আমি আহত কণ্ঠে বললাম, ভাই আপনার কি মাথা খারাপ? কি সময়ে কিসের গল্প শুরু করলেন? গাড়ি চালান। সে আমাকে বলে, সরি স্যার, সরি। আসলে রিয়াজ ভাইকে এমন অবস্থায় দেখে আউলা হয়ে গেছি। তিনি আমার খুব প্রিয় একজন নায়ক। আমি হতভম্ব হয়ে বাঙালি দেখি। সাংবাদিক থেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার সবার মাথাই আউলা হয়ে গেছে।
২০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�