সেই ছবির আজ বিশ বছর
বিনোদন ডেস্ক : আজ মঙ্গলবার সকাল হতেই ট্যুইটারে যেন ভাইরাল ছড়াতে শুরু করেছে। বিশ বছর আগে ১৯৯৫ সালের এই দিনেই বলিউডের পর্দায় মুক্তি পেয়েছিল রাজ-সিমরানের বাঁধভাঙা প্রেমের গল্প। যে গল্পটি আজও সকলের হৃদয়ে যেন দাগ কেটে যায়। সেই ছবিটির নাম ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। আজ যে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’-র জন্মদিন! আর এই শুভ জন্মদিনে মনে পড়ে যায় ছবির সেই দৃশ্যটির কথা। যেখানে সিমরানকে কাঁধে তুলে নিয়েছিলেন রাজ। ‘ডিডিএলজে’-র জন্মদিনে বিশ বছর আগের সেই রোম্যান্টিক মোমেন্ট ফিরিয়ে আনলেন শাহরুখ। কাজলকে আবার কোলে তুলে নিলেন। ট্যুইটারে সেই ছবি শেয়ার করতেই ভাইরাল!
ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘টিম রোহিত শেঠি ও রেড চিলিজকে ধন্যাবাদ। আমি যখন কাজলকে আবার কাঁধে তুলে নিলাম সবাইকে খুশি খুশি দেখাচ্ছিল। আজ রাতে দিলওয়ালে টিমের সঙ্গে খুব আনন্দ করেছি। শুটিংয়ের সময় রোহিত একটা ভিডিও তুলেছে। সেটাও আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি।’
১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ সিনেমাটি মুক্তির সময় যারা কৈশোরের কোঠায় আজ তারাই চল্লিশ ছুঁই ছুঁই। তবুও বিশটি বছর পার করেও যেন কাটেনি সেই নস্টালজিয়া। সর্ষেখেত, ছুটন্ত ট্রেন আর বাবার চোখরাঙানির কাছে হার না মানা আবাধ্য প্রেম। এই নিয়েই স্বপ্ন দেখতে শিখেছিল তারা। সেই নস্টালজিয়া ধরে রাখতেই দু’দশক পর দিলওয়ালে ছবিতে রাজ-সিমরনকে বলিউডে আবার ফিরিয়ে আনছেন পরিচালক রোহিত শেঠি। এক দিকে ‘ডিডিএলজে’-র রোম্যান্টিসিজম, অন্য দিকে পাঁচ বছর পর বড় পর্দায় শাহরুখ-কাজল জুটি। সব মিলিয়ে ‘দিলওয়ালে’ জ্বরে কাবু বলিউড পাড়া।
ছবিতে শাহরুখ-কাজল ছাড়াও রয়েছেন বরুণ ধওয়ান, কৃতী স্যানন ও বোমান ইরানি। রেড চিলিজ প্রযোজিত ছবি মুক্তি পাচ্ছে ১৮ ডিসেম্বর।
২০ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�