মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০১৭, ১০:০৩:১৩

বাহুবলী কোন রাজনৈতিক দলের নেতা? সংসদে বিতর্কে নেতারা?

বাহুবলী কোন রাজনৈতিক দলের নেতা? সংসদে বিতর্কে নেতারা?

বিনোদন ডেস্ক : ‘কাট্টাপা নে বাহুবলী কো কিঁউ মারা? (কাট্টাপা কেন বাহুবলীকে মারলো?’ এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ‘বাহুবলী ২’-এর ট্রেলারের ভিউ ১০ কোটির কাছাকাছি পৌঁছেছে। 'বাহুবলী'র সিক্যুয়েল ঘিরে যে মাতামাতি তুঙ্গে, তার প্রমাণ আগেই মিলেছিল। তাই তো মুক্তির আগেই প্রায় ৫০০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে এস রাজামৌলির এই ছবি। কিন্তু, ‘বাহুবলী’ কোন রাজনৈতিক দলের নেতা?

এই প্রশ্নেই জেরবার ভারতের তেলাঙ্গানার বিধানসভা। গত সপ্তাহে রাজ্যটি সংসদ অধিবেশন চলাকালীন কংগ্রেসের নেতা কে জন রেড্ডি দাবি করেন, ‘কংগ্রেসের অন্দর থেকে ‘বাহুবলী’ জন্ম নেবে এবং কাট্টাপা মুখ্যমন্ত্রীকে খতম করবে।’ রাজ্য সরকারের অপদার্থ নিয়ে তার মন্তব্যে সমর্থন করেন অন্য কংগ্রেস বিধায়করা।

এর জেরেই ‘বাহুবলী কার’ বিতর্ক সৃষ্টি হয়েছে দেশের নবগঠিত রাজ্যে। তেলাঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)-এর তরফে দাবি করা হয়েছে, ‘মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হলেন আসল বাহুবলী’। পালটা বিরোধীদের ‘কাট্টাপা’ বলে কটাক্ষ করেছেন টিআরএস নেতারা। শাসক ও প্রধান বিরোধীর ‘বাহুবলী’কে নিয়ে দড়ি টানাটানিতে যোগ দিয়েছেন সিপিএম, সিপিআই বা কংগ্রেসের নেতারাও। বিভিন্ন দলের তরফে নিজেদের নেতাকে ‘বাহুবলী’ বলে দাবি করা হচ্ছে। যদিও এর মধ্যে ব্যতিক্রম বামদলগুলি। তাদের তরফে বিবৃতিতে দিয়ে জানানো হয়েছে, ‘মানুষই আসল বাহুবলী’।

তবে এসবের মধ্যেই চন্দ্রবাবু নাইডু’র দলের তরফে বলা হয়েছে, টিআরএস-এর ভিতর থেকেই ‘বাহুবলী’ তৈরি হবে এবং কেসিআর-কে ক্ষমতাচ্যুত করবে। বোঝাই যাচ্ছে, ‘বাহুবলী’ যুদ্ধ নিয়ে বেশ মজাই নিচ্ছে তেলেঙ্গানার নাইডু’র সরকার।
০৪ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে