বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭, ০২:৪৭:৩৮

বুকে ব্যথ্যা নিয়ে হাসপাতালে ভর্তি শাকিব খান, যেসব তথ্য দিলেন অপু বিশ্বাস

 বুকে ব্যথ্যা নিয়ে হাসপাতালে ভর্তি শাকিব খান, যেসব তথ্য দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি রাজধানীর ল্যাব এইড হাসাপাতলে যান। এরপর তিনি চিকিৎসকের পরামর্শে সেখানে ভর্তি হন। বিষয়টি বেলা দেড়টার দিকে নিশ্চিত করেছেন শাকিব খানের স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘সকাল থেকেই তার (শাকিব) বুকে ও ঘাড়ে ব্যথা ছিল। সে নিয়মিত হাসপাতালে চিকিৎসা নেয়। তাই নিয়মিত চেকআপের জন্য আজ গিয়েছিল। পরে নাকি সেখানে ভর্তি হতে হয়েছে। আমি বাইরে এসছিলাম বাসার কিছু কাজে। মাত্রই হাসপাতাল থেকে ফোনে খবরটি পেলাম।’

তিনি আরও জানান কয়দিন ধরেই নানা ধরনের টেনশনে কেটেছে তাই হয়তো একটু অসুস্থ অনুভব করছিল শাকিব। তবে হাসপাতাল কৃর্তপক্ষ বলায় তিনি ভর্তি হন। আশা করছি খুব গুরতর কিছু নয়।

এদিকে শাকিব খান অসুস্থ হয়ে পড়ায় গেল তিন দিন ধরে তুমুল আলোচনায় থাকা ‘রংবাজ’ ছবির কাজ ঝুলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাল শুক্রবার (১৪ এপ্রিল) মহরতের মাধ্যমে এর দৃশ্যধারণ হওয়ার কথা ছিল। ছবিটিতে শাকিবের নায়িকা বুবলী। অপুর সঙ্গে শাকিবের মূলত এই ‘বুবলী’ আর ‘রংবাজ’ ছবিটি নিয়েই যত বিবাদের সূত্রপাত।
১৩ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে